তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: এমনটাই আঁচ করেছিল সিনে দুনিয়া। ‘পুষ্পা টু’ দিয়ে বাজিমাত করবে এবং ঝড় তুলবে কোনো উৎসব ছাড়াই। মুক্তির প্রথমদিনে কেবল ভারতেই ১৭৫ কোটি টাকার বেশি আয় করেছে ছবিটি।আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তি পেয়েছে এক সপ্তাহ হয়নি, এরই মধ্যে সফলতার সীমানায় চলে গেছে ছবিটি! মুক্তির চতুর্থ দিনে সর্বোচ্চ আয়ের ছবি হিসেবে এটি রেকর্ড গড়ে নিয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) স্যাকনিল্ক এর রিপোর্ট বলছে, রোববার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই ‘পুষ্পা টু’র আয়ের অঙ্ক ৫২৯ কোটি। এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে ছবিটির মোট আয় পৌঁছায় ৬৩২ কোটিতে, এবং বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত ৮০০ কোটি ছাড়িয়েছে।
স্যাকনিল্ক এর রিপোর্ট অনুসারে, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি আয় করে ‘পুষ্পা টু’। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করেছিল।রোববার অর্থাৎ চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি রুপি আয় করে ‘পুষ্পা টু’। ফলে প্রথম সপ্তাহের মধ্যে ‘পুষ্পা টু’ এর কালেকশন পৌঁছে যায় ৫২৯.৫০ কোটিতে।
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।
তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১,৬ জমাদিউস সানি, ১৪৪৬