শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

চলমান ৪ টি দুর্নীতি মামলা ও স্ত্রীকে লন্ডন পাঠিয়ে পাচার করেছেন লক্ষ কোটি টাকা ,ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের সেকেন্ড ইন কমান্ড
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৩১ পিএম | অনলাইন সংস্করণ
চলমান ৪ টি দুর্নীতি মামলা ও স্ত্রীকে লন্ডন পাঠিয়ে পাচার করেছেন লক্ষ কোটি টাকা ,ত্রাণ মন্ত্রণালয়ের  সচিবের সেকেন্ড ইন কমান্ড

চলমান ৪ টি দুর্নীতি মামলা ও স্ত্রীকে লন্ডন পাঠিয়ে পাচার করেছেন লক্ষ কোটি টাকা ,ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের সেকেন্ড ইন কমান্ড

মোহাম্মদ খোরশেদ হেলালী,
তাজাখবর২৪.কম,কক্সবাজার:   নাম তার শফিউল আলম সাকিব। করেন সরকারি চাকুরি।চাকরি করে রাতারাতি কোটিপতি হয়েছেন এদের মধ্যে তিনি একজন। বর্তমানে কর্মরত আছেন  ত্রাণ ও  দুর্যোগ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী। তার  বিরুদ্ধে সরকারি  বিভিন্ন প্রকল্প নিয়ে ভয়াবহ সিন্ডিকেট ও  দূর্নীতির বিস্তর অভিযোগ  উঠে এসেছে। তিনি  ছিলেন আওয়ামী প্রেসিস্ট হাসিনা সরকারের বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার ডান হাত।আওয়ামী প্রেতাত্মা ফ্যাসিস্ট  বিপ্লব বড়ুয়াসহ আওয়ামীলীগের বিভিন্ন প্রভাবশালীদের ইন্দন  যোগসাজসে ও তাদের প্রভাব বিস্তার করে  সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন  শত কোটি টাকা। কক্সবাজারে চাকুরি করাকালীণ সময়ে  এমপিদের নাম ভাঙিয়ে নিতেন মোটা অংকের পার্সেন্টিস।  তিনি এতোটা রেপরোয়া ছিলেন  যে, সাংবাদিক,বা  সরকারি কর্মকর্তা কাউকে পাত্তা দিতেন না। 
তার নামে রয়েছে  একাধিক প্রাইভেট  গাড়ি,ও বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি, চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাথর ব্যবসা, ক্যাবল ব্যবসা,বেসরকারি  ক্লিনিক ব্যবসা। নিজ স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন  লন্ডনে  পাচার করেছেন লক্ষ  কোটি কোটি টাকা।

অনুসন্ধানে আরও  জানা যায়, শফিউল আলম সাকিকের ঢাকা ও চট্টগ্রামে রয়েছে পৃথক দুইটা বিলাসবহুল গাড়ি। ঢাকা মেট্রো গ ২২-২৭১৫  নামে গাড়িটিতে সরকারি স্টিকার লাগিয়ে বেআইনিভাবে ঘুরে বেড়ান শফিউল। আর চট্র মেট্রো গ ১৪-৩৯৫৫ নং যেটা দিয়ে তিনি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিশদ  অপকর্ম করে থাকেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে।সেখানে গড়েছেন  আলিসান ডুপ্লেক্স বাড়ি। 

সিলেটের সুনামগঞ্জে পাথর ব্যবসা সিন্ডিকেটের সাথে রয়েছে তার সাখ্যতা।ঢাকা-চট্রগ্রামে ক্যাবল ও ক্লিনিক ব্যবসা সিন্ডিকেটসহ কয়েক কোটি টাকা মূল্যের ব্যবসা সিন্ডিকেট। যা পরিচালনা করা হতো তখনকার  ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতার  নেতৃত্বে গঠিত বিশাল সন্ত্রাসী বাহিনী দিয়ে । তখন তাদেরকে  মাসিক মোটা অংকের টাকা  বেতন দিয়ে তাদের নেতৃত্বে বিভিন্ন অপকর্ম  করতেন  অভিযুক্ত সহকারী প্রকৌশলী সাকিব। 

কক্সবাজার জেলার উখিয়া উপজেলা ও মহেশখালী উপজেলায় পিআইও থাকাকালীন সময়ে ২০১২-২০১৫ সালে তার বিরুদ্ধে রয়েছে বিশাল দূর্নীতির অভিযোগ। উখিয়া থানায় দায়েরকৃত ৪ টা দূর্নীতি মামলায় তাকে প্রায় ৪ মাস কারাভোগ করতে হয় ২০১৭ সালে।  যার মামলা নং ১৩, ১৫, ১৬ ও ১৯।যার  তারিখ ১২/০৫/১৫ ইং। চট্টগ্রামের স্পেশাল জজ আদালতে এখনো  মামলাগুলো বিচারাধীন আছে । যার বিশেষ মামলা নং- ১১/২০।  ২১/১৭, ৪৫/২২, ৪৬/২২ সাক্ষ্য গ্রহণের জন্য অপেক্ষমাণ। 

সরকারি চাকরি বিধি অনুযায়ী চার্জভুক্ত আসামী হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি  সাময়িক সাসপেন্ড হওয়ার  বিধান থাকলেও কোন ক্ষমতার বলে অভিযুক্ত সহকারী প্রকৌশলী শফিউল আলম সাকিব এখনও বীরদর্পে সরকারি চাকরি করে  যাচ্ছেন এই প্রশ্ন সর্বমহলে।সম্প্রতি ছাত্র আন্দোলনে আওয়ামী স্বৈরশাসক পতনের পর ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সচিব শাহ কামাল প্রায় ৩ কোটি টাকা ও বিদেশি মুদ্রাসহ গ্রেফতার হলে নড়েচড়ে বসেন অনেকে।  গ্রেফতারকৃত সচিব শাহ কামালের অন্যতম সহযোগী অভিযুক্ত শফিউল আলম সাকিব। কিন্তু এখনও কৌশলে শফিউল ধরাছোঁয়ার বাইরে থেকে সব অপকর্ম চালিয়ে যাচ্ছে। এখনো কিভাবে দুর্নীতিবাজ সহকারী প্রকৌশলী শফিউল আলম সাকিব ধরাছোঁয়ার বাইরে থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছেন এই প্রশ্ন সবার মুখে মুখে ? 

সরজমিনে তদন্ত করে জানা যায়, অভিযুক্ত শফিউল আলম সাকিব এর দূর্নীতি করা সম্পদের পরিমাণ প্রায় শত কোটি টাকার উপরে। গড়েছেন নামে-বেনামে সম্পদের পাহাড়, নিজ স্ত্রী কে লন্ডনে পাঠিয়ে দিয়ে কোটি কোট টাকা পাচারের অভিযোগ উঠে উঠেছে তার বিরুদ্ধে ।চট্টগ্রামের লোহাগাড়া চরম্বা এলাকার স্হানীয় বাসিন্দা আব্দুর রহিম এর সাথে কথা বলে জানা গেছে, তার উত্থান রূপকথাকেও হার মানাবে । সামান্য সহকারী প্রকৌশলী হয়ে কীভাবে শফিউল আলম সাকিব শত শত কোটি টাকার মালিক বনে গেলেন? প্রতি বছর মা বাবার নামে ইছালে সওয়াবের জন্য  লক্ষ লক্ষ টাকা খরচ করে মেজবানের আয়োজন করে থাকেন । 

এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে মোটা অংকের টাকা অনুদান দিয়ে প্রধান অতিথি হওয়ার অভিযোগ রয়েছে  শফিউল আলম সাকিব এর বিরুদ্ধে। চলমান দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে এই সহকারী প্রকৌশলী শফিউল আলম সাকিব গ্রেফতার না হওয়ায় অনেকে হতাশা ব্যক্ত করেছেন এই প্রতিবেদকের কাছে।  এই বিষয়ে অভিযুক্ত সহকারী প্রকৌশলী শফিউল আলম সাকিব এর সাথে তার ব্যবহৃত মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে ওঠা  সকল অভিযোগ মিথ্যা বলে  কৌশলে ফোন কেটে দেন।

তাজাখবর২৪.কম,ঢাকা:রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩শে অগ্রহায়ণ ১৪৩১,৫ জমাদিউস সানি, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝