স্বৈরাচার আসাদ পালিয়েছেন, সিরিয়া এখন মুক্ত: বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৮ এএম | অনলাইন সংস্করণ
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ‘স্বৈরাচার’ প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়েছেন। সিরিয়া ‘মুক্ত’ হয়েছে। দামেস্ক দখলের পর এমনটাই বলেছে বিদ্রোহীরা।বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) তাদের টেলিগ্রামে বলেছে, ‘একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে এবং একটি নতুন যুগের সূচনা হয়েছে’।আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত বা কারাগারে বন্দি লোকেরা এখন ঘরে ফিরতে পারবে, বলছে বিদ্রোহীরা।
এইচটিএস আরও বলেছে, এখন একটি ‘নতুন সিরিয়া’ গড়ে তোলা হবে যেখানে ‘সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে।’রয়টার্সের প্রতিবেদন মতে, রোববার (৮ ডিসেম্বর) সকালে রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেন বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালান।
রোববার (৮ ডিসেম্বর) সকালে সিনিয়র দুই সেনা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাশার আল আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাজাখবর২৪.কম,ঢাকা:রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩শে অগ্রহায়ণ ১৪৩১,৫ জমাদিউস সানি, ১৪৪৬