শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৮:১৩ পিএম | অনলাইন সংস্করণ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:  পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে জয়ের চেয়েও বড় অর্জন ছিল বাংলাদেশের দাপুটে ক্রিকেট খেলা। টুর্নামেন্টের শুরু থেকে একটি ম্যাচেও না হারা পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনকে উড়িয়ে দিয়ে বোলাররাই বাংলাদেশকে এগিয়ে দিয়েছে এই ম্যাচে। বিশেষ করে ইকবাল হোসেন ইমন এবং মারুফ মৃধার পেস বোলিং ছিল দুর্দান্ত। তবে একজন ব্যাটারের অবদানও ছিল অনেক বেশি। তিনি অধিনায়ক আজিজুল হাকিম তামিম।   

পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে নজর কেড়ে আসছিলেন আজিজুল। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন যুব দলের অধিনায়ক। চাপের মুহূর্তে ঝোড়ো ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেছেন। দলের আর কেউ যখন ২৬ রানের বেশি করতে পারেননি, তখন ৪২ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৬১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তামিম।  
 
এমন দারুণ ব্যাটিংয়ের পর নিজের প্রতিক্রিয়ায় তামিম বলেন, 'আজকের ইনিংসটা খেলে আমার ভালো লাগছে। দলের জন্য এবং দেশের জন্য জিতছি। এটা ভালো লাগছে।'
 
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান এবারের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে। সেই দলের বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা নিয়ে আজিজুল বলেন, 'আজকে আমরা টসটা জিতেছি। সবকিছুই আমাদের পক্ষে ছিল। বিশেষ করে ইমন, মারুফ ভালো করেছে। এ কারণে ওদের ১১৬ রানে আটকে দেয়া সম্ভব হয়েছে। খেলোয়াড়দের উদ্দেশ্যে বার্তা ছিল, আমরা পরিকল্পনা অনুযায়ী আগাব। যেসব ভুল-ভ্রান্তি হচ্ছিল সেগুলো কমাব। ভালো লাগেছে, আমরা সেই অনুযায়ী কাজ করতে পেরেছি।'  
 
আগামী ৮ ডিসেম্বর অর্থাৎ ২ দিন পর দুবাইয়ে ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। গতবার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই হারিয়ে দিলেও এবার জুনিয়র টাইগারদের সামনে কঠিন প্রতিপক্ষ। সেই ম্যাচ নিয়ে আজিজুল বলেন, ফাইনালে আমরা সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া এবং সমর্থন করল।

তাজাখবর২৪.কম,ঢাকা:শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ২১শে অগ্রহায়ণ ১৪৩১,৩ জমাদিউস সানি, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝