শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ মানছে না ‘ভূমিদস্যুরা’
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:২২ পিএম | অনলাইন সংস্করণ
তৌহিদুল ইসলাম ও আতিকুল ইসলাম

তৌহিদুল ইসলাম ও আতিকুল ইসলাম

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউ
নিয়নের মাতবর পাড়ায় এহছানুল হক নামের এক সাংবাদিকের জমি জবর-দখল করেছে স্থানীয় কয়েকজন ভূমিদস্যু।এই ঘটনায় গত ১৮ নভেম্বর ভুক্তভোগী এহছানুল হক পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগের সত্যতা যাচাই করার জন্য রাজাখালী ইউনিয়ন পরিষদের সচিব আল আমিনকে সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গ্রাম পুলিশ নিয়ে ব্যবস্থা নিতে এবং অগ্রগতি জানাতে নির্দেশ দেন। 

সর্বশেষ বৃহস্পতিবার  (৫ ডিসেম্বর) পেকুয়া উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে অবৈধ দখল উচ্ছেদের চেষ্টা চলাকালে স্থানীয় ইউপি মেম্বার ও গ্রাম পুলিশের উপর দখলদাররা সশস্ত্র হামলার হুমকি দিয়েছে। বৃহস্পতিবার পেকুয়া উপজেলা প্রশাসনের নির্দেশে যখন ইউপি মেম্বার ও গ্রাম পুলিশ দখলকৃত জমি খালি করাতে গিয়েছিলেন, তখন দখলদাররা হাতে অস্ত্র নিয়ে হাজির হয়ে হুমকি-ধামকি দিতে থাকে। ভয়ে ইউপি মেম্বারকে সেখান থেকে পালিয়ে যেতে দেখা যায়। দখলদাররা পরবর্তীতে গ্রাম পুলিশ ও মূল জমি মালিকদের উল্টো হুমকি দিয়ে বলে, আবার যদি দখল উদ্ধারে আসে তাহলে তাদের জানে মেরে ফেলবে। এই ঘটনায় স্থানীয়ভাবে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার ১৮ দিন পর জমি দখলকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আলম পূর্বকোণকে জানান, ইউপি সচিবের নির্দেশে মো. হুমায়ুন কবির নামের একজন সার্ভেয়ার দিয়ে বিরোধপূর্ণ জায়গাটা পরিমাপ করি। পরিমাপের পর প্রতীয়মান হয় গিয়াস উদ্দিন-এহছানুল হকদের জায়গা শফিউল ও রা দখল করেছে। আমি তাদের দখলকৃত জমি ছেড়ে দিতে বললে তারা রাজি না। পরে আমি একটা রায় রেডি করেছি যেটা আগামীকাল ৭ ডিসেম্বর সচিবের কাছে হস্তান্তর করবো।এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, বিষয়টি নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে এখনও আমি জানি না। তবুও আমি ইউপি সচিবকে দিয়ে তাদের আর একবার ডাকাবো। তারপর যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জবর দখলকারীরা মূলত ভূমিদস্যু জানিয়ে ভুক্তভোগী এহছানুল হক বলেন, তারা এরকম অন্যের জায়গা নিয়ে বিরোধের জেরে জেলও কেটেছেন বিগত সময়ে। তাদের বিরুদ্ধে এখনও অনেক অভিযোগ চলমান আছে। দীর্ঘদিন ধরে জায়গাটি আমাদের দখলেও থাকলে আমরা চট্টগ্রাম শহরে থাকার সুযোগে বিবাদীগণ কৌশলে সীমানা পিলার সরিয়ে জায়গাটি দখল করে নেয়। বিষয়টি প্রতিবাদ করলে তারা আমাদের মেরে লাশ গুম করার হুমকি-দমকি দিচ্ছে। পরে আমরা কোন উপায় না দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করি। ইউএনও কাগজপত্র দেখে জায়গাটি উদ্ধার করে দিবেন বলে আমাদের আশ্বস্ত করেন। পরে ২৫ নভেম্বর ইউপি সদস্য স্থানীয় ব্যক্তিবর্গ ও সার্ভেয়ার নিয়ে জায়গাটি পরিমাপ করেন এবং সীমানা পিলার দেন। ওইদিন ইউপি সদস্য বলেন- আমি দু'দিন পর চকিদার নিয়ে জায়গার ঘেরা উচ্ছেদ করব এবং আমাদের জায়গা বুঝিয়ে দেব। কিন্তু দুইদিন পর যোগাযোগ করা হলে ইউপি সদস্য মাহফিলের ব্যবস্তার কথা বললেও তিনি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। অথচ জায়গাটা আমাদের পূর্ব পুরুষ সূত্রে পাওয়া। সব কাগজপত্র ঠিক আছে।

জমি দখলের অভিযোগে বিবাদী শফিউল কাদের দাবি করেছেন, দখলকৃত জমির একটি অংশ তার নিজস্ব। তিনি দীর্ঘ ৫০ বছর ধরে ওই জমি ভোগদখলে আছেন বলে দাবি করেন। তবে সরেজমিন তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি গত ৫ আগস্টের পরে ওই জমি দখল করেছেন। এ বিষয়ে জানতে চাইলে শফিউল উত্তর দেন, বিচারে বসে তিনি তার দাবি প্রমাণ করবেন। তিনি আরও দাবি করেন, তার ছেলেরা হয়তো হুমকি দিয়েছে, কারণ ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না।তবে শফিউল কাদের তার দখলকৃত জমির কোনো আইনগত দলিল দেখাতে পারেননি। তিনি স্বীকার করেছেন যে, দখলকৃত জমির একটি অংশ বাদীর।

তাজাখবর২৪.কম,ঢাকা:শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ২১শে অগ্রহায়ণ ১৪৩১,৩ জমাদিউস সানি, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝