মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪

নিজের নতুন নাম প্রকাশ করলেন আলিয়া
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪০ এএম | অনলাইন সংস্করণ
নিজের নামের সাথে স্বামীর পদবী যুক্ত করলেন আলিয়া। ছবি: সংগৃহীত

নিজের নামের সাথে স্বামীর পদবী যুক্ত করলেন আলিয়া। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন বিরতি নিয়ে আবারো পর্দা কাঁপাবেন বলিউড কুইন আলিয়া ভাট। ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘জিগরা’ নিয়ে। এরই মধ্যে জানা গেল নিজের নামের পাশে অন্য এক পদবী জুড়ে দিয়েছেন অভিনেত্রী।পছন্দের নায়ককে জীবনের নায়ক বানিয়েছেন আলিয়া। ক্যারিয়ার শুরুর সময় থেকেই একাধিক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, রণবীর কাপুরকে তিনি পছন্দ করেন।

তাইতো ২০২২-এ তারা গাঁটছড়া বাঁধেন। বর্তমানে একমাত্র কন্যা রাহাকে নিয়ে তাদের সুখের সংসার। সম্প্রতি জানা গেল, বিয়ের পর নিজের নামেও পরিবর্তন এনেছেন অভিনেত্রী। কপিল শর্মার অনুষ্ঠানে এসে তা প্রকাশ করলেন আলিয়া।‘জিগরা’ ছবির প্রচারে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর দ্বিতীয় সিজনে এসেছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের ট্রেলারের এক ঝলক এই মুহূর্তে সামাজিক যোগাযোমাধ্যমে ভাইরাল।

সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ঘোষণা করেন, তিনি এখন আর শুধু আলিয়া ভাট নন। তার নাম আলিয়া ভাট কাপুর। কৌতুকশিল্পী তথা অভিনেতা সুনীল গ্রোভারের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‌‍‍‌‌আমি হলাম আলিয়া ভাট কাপুর।উল্লেখ্য, আলিয়াকে শেষ দেখা গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। অন্য দিকে রণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যানিমেল’। বর্তমানে তিনি রামায়ণ নিয়ে ব্যস্ত। এই ছবিতে রামের চরিত্রেই অভিনয় করছেন তিনি। বিপরীতে সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী। আর ‘জিগরা’ নিয়ে বেশ উচ্ছ্বসিত রণবীর ঘরনী।

তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল, ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝