মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪

অলিম্পিকে যুক্ত হওয়ার গল্প ক্রিকেটারদের শোনালেন ড. ইউনুস
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৮ পিএম | অনলাইন সংস্করণ
অলিম্পিকে যুক্ত হওয়ার গল্প ক্রিকেটারদের শোনালেন ড. ইউনুস

অলিম্পিকে যুক্ত হওয়ার গল্প ক্রিকেটারদের শোনালেন ড. ইউনুস

তাজাখবর২৪.কম,ঢাকা: প্যারিস অলিম্পিকের অন্যতম কুশিলব ড. মুহাম্মদ ইউনুস। তার দর্শনের ওপর ভিত্তি করেই আয়োজিত হয়েছে এ আসর। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে ডাক পাওয়ার আগ পর্যন্ত প্যারিসেই ব্যস্ত ছিলেন তিনি।

প্যারিস থেকে ৮ আগস্ট দেশে ফিরে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ইউনুস। তার সঙ্গে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাক্ষাৎ করেন পাকিস্তানে ২-০ ব্যবধানে সিরিজ জিতে আসা টাইগার ক্রিকেটাররা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় ওই সাক্ষাৎ অনুষ্ঠান। অনুষ্ঠানে টেস্ট দলের ক্রিকেটাররা ছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

ওই অনুষ্ঠানেই প্যারিস অলিম্পিকে যুক্ত হওয়ার গল্প শোনান ইউনুস। খেলার শক্তিকে ব্যবহারে করেই ওই আয়োজনের সঙ্গে যুক্ত হন তিনি। ইউনুস বলেন, ‘এটার (খেলা) মধ্যে এত শক্তি আছে, এই শক্তিটা আমি ব্যবহার করতে জানতে চাই। খেলার ভিতরে যে শক্তি, এটা মানুষকে বুঝিয়ে ফেলো। সেই শক্তির কথা বারেবারে বলে আসছি বলেই এখন স্পোর্টস আমার কথা শোনার জন্য আগ্রহী। আস্তে আস্তে যেতে যেতে এখন অলিম্পিক পর্যন্ত পৌঁছে গেছি। প্যারিসে যে অলিম্পিকটা হলো, সেটা ডিজাইন করা হয়েছিল আমার কথার ভিত্তিতে। স্পোর্টসের বাইরের মানুষ হয়েও আমি এখন একেবারে ভিতরে ঢুকে গেছি।’

ইউনুসের ‘তিন শূন্য মডেল’ এর ভিত্তিতে করা হয় প্যারিস অলিম্পিক আয়োজনের পরিকল্পনা। এটা অনুযায়ী অলিম্পিক ভিলেজ বানানো হয় অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চল সেন্ট ডেনিসে। পরিকল্পনায় রাখা হয় ‘শূন্য কার্বন নিঃসরণ’র বিষয়টি। পাশাপাশি আসর শেষে ভিলেজ যাতে স্থানীয়রা ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থাও নেয়া হয়। এমন অবদানের জন্য প্যারিসে একটি রাস্তার নাম করা হয়েছে ইউনুসের নামানুসারে। প্রধান উপদেষ্টা বলেন, ‘প্যারিসে একটা রাস্তার নামই আমার নামে নামকরণ করা হলো। এই আইডিয়াটা দেয়ার কারণে। পুরো জাতিই এটাতে মজে গেছে।’

ইউনুসের মডেল অনুসরণ করেই ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক আয়োজন করতে চায় মিলান। ইউনুস বলেন, ‘ওদের (প্যারিস) দেখে ইতালিয়ানরা ভাবছে তারাও করবে। মিলানে উইন্টার অলিম্পিক হবে, ২০২৬ সালে। সেখানে আবার তারা আমাকে নিয়ে যাচ্ছে। যে এটা আরও ভালো করে করতে হবে।’

তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১,০৮ রবিউল আউয়াল, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝