গোবিন্দগঞ্জে অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি ভূমিদস্যূ’র বিরুদ্ধে
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
তাজুল ইসলাম,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া ঠাকুরবাড়ী মহল্লার অলোক কুমার মহন্তের স্ত্রী শ্রীমতি মালবিকা মহন্ত ভূমিদস্যূ’র বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও প্রতিকার না মেলার অভিযোগ উঠেছে।অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার একই মহল্লার মৃত-ইজার উদ্দিন শেখের ছেলে এজাদুল শেখ, ও বর্ধণকুঠি মহল্লার মৃত-আব্দুল শেখের ছেলে মোস্তফা শেখ (৩৫) বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত গোবিন্দগঞ্জ কর্তৃক বিগত ১৯-১২-২০১২ সালের ১৫৭৩৭ নং বাতিলকৃত দলিল মুলে ওই জমি বেশ কয়েকবার বে-দখল দেওয়ার চেষ্টা করে।
ওই জমির মূল মালিক কল্পনা বালা মহন্ত’র তফশীল বর্ণিত জমির উপর নির্মিত বাড়ী ঘর সহ মালবিকা মহন্ত ও সিখা মহন্ত হীরক পাড়ার দু’জন মিলে ৭ শতক জমি ক্রয় করে। যাহার দলিল নং যথাক্রমে- ১২৪৩/২৪ ও ১২৪৪/২৪, তারিখ-১৪-০২-২০২৪ ইং। উল্লেখিত ভূমিদস্যূ’দ্বয় গত ১৪-০৮-২৪ ইং তারিখে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া দলবলসহ সকাল সাড়ে ১০ টার দিকে মালবিকা মহন্ত ও সিখা মহন্তের ভোগদখলকৃত বাড়ীতে প্রবেশ করে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। উক্ত চাঁদা না দিলে তারা বাড়ী ঘর দখল করিবে বলে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি দেয়।
এ ব্যাপারে মালবিকা মহন্ত বাদী হয়ে উল্লেখিত ভূমিদস্যূর নামে থানায় একটি এজাহার দায়ের করেন। থানায় এজাহার দায়ের হলেও এখনও মেলেনি কোন প্রতিকার।
তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১, ৩০ সফর, ১৪৪৬