প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
তাজাখবর২৪.কম,খেলার ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ইতিহাসের প্রথমবার টেস্ট সিরিজ জেতার দ্বারপ্রান্তে বাংলাদেশ। যদিও দ্বিতীয় টেস্টের শেষ দিনের শুরুতে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল টাইগাররা। তবে পড়ে শান্ত ও মুমিনুলের ধীরগতির ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান। ম্যাচ ও সিরিজ জয়ের জন্য এখনও প্রয়োজন ৮৭ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত (১৮) এবং মুমিনুল হক (১২)।
পঞ্চম দিনের শুরুতেই জাকির হাসানকে বোল্ড করেন পাকিস্তানের পেসার মির হামজা। ৩৯ বলে ৪০ রানে আউট হন জাকির। এরপর ফিরে যান সাদমান ইসলামও।এরপর অবশ্য দেখেশুনে খেলতে থাকেন শান্ত ও মুমিনুল। দু'জন বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন। এদিকে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্ববুয়েকে হোয়াইটওয়াশ করেছে। এবার পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের সুযোগ পাচ্ছে টাইগাররা।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ ভাদ্র ১৪৩১, ২৯ সফর, ১৪৪৬