শনিবার ২ নভেম্বর ২০২৪

কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ গরুচোর আটক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ গরুচোর আটক

কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ গরুচোর আটক

শাহীন আহমেদ, তাজাখবর২৪.কম,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে জনতার হাতে সিএনজি অটোরিকশাসহ আটক হয়েছে গরু চোর চক্রের তিন সদস্য। গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার থেকে তাদেরকে স্থানীয় জনতা আটক করে। আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মনসুরপুর গ্রামের মনু মিয়ার ছেলে আহমদ মিয়া (২০), কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার রাজনগর গ্রামের নিবারাম বিশ্বাসের ছেলে বিপুল বিশ্বাস (৩১), টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে সবুজ আলি (২৩)।
স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ২টার টার দিকে পতনঊষার ইউনিয়নের শ্রীমতপুর গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে আসার সময় স্থানীয়রা শহীদনগর বাজারে সিএনজি অটোরিক্সাসহ তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করে।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে পতনঊষার ইউনিয়ন থেকে ৩টি ও রহিমপুর ইউনিয়ন থেকে ২টি গরু চুরি হয়। এর আগেও কয়েকটি গরু চুরি হয়। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী চোরদের ধরতে সক্ষম হয়েছে। আইনানুযায়ী আটককৃত তিন চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন গরু চোরকে রোববার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩, ৫ বৈশাখ ১৪৩০,২৬ রমজান ১৪৪৪







« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝