তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের শেষ বেলায় এসে লাল কার্ড দেখতে হলো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। শুধু তাই নয় প্রতিপক্ষের ফুটবলারকে হাত দিয়ে আঘাত করায় বড় রকমের নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি। মিস করার সম্ভাবনা আছে ২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ। তার আগে অবশ্য টিকিট নিশ্চিত করতে হবে পর্তুগালকে। কারণ আয়ারল্যান্ডের কাছে হেরে অপেক্ষা বেড়েছে পর্তুগিজদের।
লম্বা ক্যারিয়ারে যা ঘটেনি, তাই ঘটে গেলো পড়ন্ত বেলায়। পর্তুগালের জার্সিতে ২২৬তম ম্যাচে এসে লাল কার্ডের লজ্জায় পড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে ক্লাব ফুটবলে এমন তিক্ত অভিজ্ঞতা ডজন খানেক হলেও, জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম। এই লাল কার্ডে শুধু নিজেকেই বিপদে ফেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বিপদে পড়তে যাচ্ছে তার দল পর্তুগালও। কার্ড পেয়ে তাৎক্ষণিক তাকে মাঠ ছাড়তে তো হয়েছেই, এখন আছেন লম্বা সময়ের নিষেধাজ্ঞার শঙ্কায়। আর এটা যদি হয় তাহলে আসছে ফিফা বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না সিআরসেভেন।
কি এমন কাণ্ড ঘটিয়েছেন রোনালদো, যার জন্য এই বিশাল শাস্তি? আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আইরিশ ডিফেন্ডার দারা ও'শেয়ারের পিঠে কনুই মেরে বসেন তিনি। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও, পরে ভিএআরে সিদ্ধান্ত বদল করে দেন লাল কার্ড। ফুটবলারদের এমন আচরণে বেশ কঠোর ফিফার আইন। কাউকে কনুই, ঘুসি কিংবা লাথি মারাকে দেখা হয় আক্রমণাত্মক ও হিংসাত্মক আচরণ হিসেবে। যার নূন্যতম শাস্তি তিন ম্যাচের নিষেধাজ্ঞা।
এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি পর্তুগাল। আগামী রোববার (১৬ নভেম্বর) আর্মেনিয়ার বিপক্ষে জিতলে টিকিট পাবে রবার্তো মার্তিনেজের দল। সেই হিসেবে তার পরের ম্যাচ থেকেই শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ। এর আগে সত্যিই যদি রোনালদোকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা, তাহলে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে সর্বকালের অন্যতম সেরা এই তারকাকে মিস করতে যাচ্ছে অবধারিতভাবে।
অবশ্য পর্তুগালের বিশ্বকাপের টিকিটের অপেক্ষা বাড়িয়েছে আয়ারল্যান্ডই। আইরিশদের বিপক্ষে এই ম্যাচ জিতলেই তারা চলে যেতো গ্রেটেস্ট শো অন আর্থে। উল্টো তাদের হারিয়ে সম্ভাবনা জিইয়ে রেখেছে আয়ারল্যান্ড। পর্তুগিজদের জালে ১৭ মিনিটে প্রথম গোল করার পর ৪৫ মিনিটে জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ করেন ট্রয় প্যারট। আর তাতেই মেজাজ হারিয়ে প্রতিপক্ষের ফুটবলারকে হয়তো আঘাত করে বসেন ক্রিস্টিয়ানো রোনালদো।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯শে কার্তিক ১৪৩২,২২ জুমাদাল উলা, ১৪৪৭