প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম (ভিজিট : )
হামলার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা না দেয়াকে কেন্দ্র করে বশির আলম নামের এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) রাত নয়টার দিকে সুবিদখালী বাজারের নান্নু মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অতর্কিত এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়—হঠাৎ কয়েকজন যুবক এগিয়ে এসে এলোপাতাড়ি পেটাতে শুরু করে বশিরকে। প্রথমেই সাইফুল নামে এক যুবক চেয়ার দিয়ে আঘাত করলে, সঙ্গে সঙ্গে আরও সাত–আটজন ঝাঁপিয়ে পড়ে। কিল-ঘুষি ও লাথির একপর্যায়ে গুরুতর আহত হন বশির। আহত অবস্থায় বশিরকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহত বশির আলম পেশায় একজন ঠিকাদার।
তিনি অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর থেকেই বিএনপি নামধারী একটি গ্রুপ নিয়মিতভাবে তার কাছে চাঁদা দাবি করে আসছে। তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমানকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেন। তার দাবি, মোখলেসুরের সহচর সাইফুল, হাসান রাড়ি, মাসুম হাওলাদার ও সেজান দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল। অভিযুক্তদের একজন সাইফুল অতীতে মাদক মামলায় গ্রেফতারও হয়েছিল বলে জানান বশির।বাজার করার সময় মোখলেসুরের নির্দেশেই তার সহযোগীরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ বশিরের।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোকলেছ বলেন, ‘আওয়ামী লীগের সময় বশির প্রভাব খাঁটিয়ে আমাদের জমি দখল করছ। আমাদের সঙ্গে ওনার জমি নিয়ে দ্বন্দ্ব আছে, এজন্য আমার বিরুদ্ধে এসব অভিযোগ করেছে। মূলত সে আওয়ামী লীগ করতো, রাস্তায় বের হওয়ায় ছাত্রদল ও যুবদলের পোলাপান ধাক্কা দিয়েছে।মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯শে কার্তিক ১৪৩২,২২ জুমাদাল উলা, ১৪৪৭