প্রশিক্ষণের সময় বিধ্বস্ত রুশ যুদ্ধবিমান, ২ পাইলট নিহত
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম  (ভিজিট : )
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাশিয়ার কারেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণের সময় একটি এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ছবি: রয়টার্স

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাশিয়ার কারেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণের সময় একটি এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ছবি: রয়টার্স

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: আবারও ভেঙে পড়ল যুদ্ধবিমান। প্রশিক্ষণ নেয়ার সময় ভেঙেছে পড়েছে রাশিয়ার যুদ্ধবিমান। এক ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে মস্কো টাইমস।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়েল বরাতে স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাশিয়ার কারেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। প্রশিক্ষণের সময় একটি এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হন।কারেলিয়া অঞ্চলের গভর্নর আর্তুর পারফেনচিকভ টেলিগ্রামে জানিয়েছেন, যুদ্ধবিমানটি একটি জঙ্গলে বিধ্বস্ত হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
 
এদিকে হামলা পাল্টা হামলার মাত্রা আরও বাড়িয়েছে রাশিয়া-ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।রাশিয়ার দখলকৃত জাপোরিজঝিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে জেলেনস্কি বাহিনী। এদিকে কিয়েভকে মস্কোর সঙ্গে সমঝোতায় যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ বিষয়ে যত দেরি হবে, কিয়েভের পরিণতি তত খারাপ হবে বলেও সতর্ক করেছে দেশটি।
 
স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় জাপোরিজঝিয়া অঞ্চলে ফ্রন্টলাইনে সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে একথা জানান তিনি। সৈন্যদের সঙ্গে বৈঠকের ছবিও প্রকাশ করতে দেখা যায় তাকে। জেলেনস্কির এই সফরের মধ্যেই রাশিয়ার দখলকৃত জাপোরিজঝিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করে ইউক্রেনীয় বাহিনী।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯শে কার্তিক ১৪৩২,২২ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝