এবার টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১০:১৯ এএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,প্রযুক্তি ডেস্ক: জনগণের নৈতিক মূল্যবোধ ও সামাজিক আদর্শ রক্ষায় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে সক্রিয় ১০৮টি পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত করেছে সংস্থাটি। এসব চ্যানেলে অনুমতি ছাড়া অশ্লীল, যৌন উদ্দীপক ও পর্নোগ্রাফি কনটেন্ট প্রচার করা হচ্ছিল।

বিটিআরসি জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে চ্যানেলগুলো শনাক্ত করা হয় এবং তাদের আইডি ও লিংক যুক্ত করে টেলিগ্রাম কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে দ্রুত চ্যানেলগুলো বন্ধ বা অপসারণের অনুরোধ জানানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫-এর ৮(১) ধারা অনুযায়ী অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ, ব্লক বা অপসারণের ক্ষমতা শুধুমাত্র বিটিআরসির হাতে। কমিশন মনে করে, এসব কনটেন্ট দেশের প্রচলিত আইন লঙ্ঘন করছে এবং সমাজের নৈতিক মান ক্ষুণ্ন করছে।

বিটিআরসির পক্ষ থেকে আরও জানানো হয়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(২), ৮(৩) ও ৮(৫) ধারা অনুযায়ী, অশ্লীল ছবি বা ভিডিও প্রচার দণ্ডনীয় অপরাধ, পর্নোগ্রাফি প্রচার বা বিক্রয়ে শাস্তিমূলক অপরাধ এবং ইলেকট্রনিক মাধ্যমে প্রচার নিষিদ্ধ। এ ছাড়া, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫-এর ধারা ৮(১) অনুযায়ী, সামাজিক মূল্যবোধ বা নৈতিকতা বিনষ্টকারী কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা এবং অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষমতা বিটিআরসির হাতে। ফলে শনাক্ত চ্যানেলগুলোর লিংক ব্লক বা অপসারণে টেলিগ্রাম কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

এক কর্মকর্তা জানান, অনলাইনে পর্নোগ্রাফি, জুয়া, প্রতারণা ও ঘৃণামূলক কনটেন্ট রোধে বিটিআরসি নিয়মিত মনিটরিং করছে। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে ফেসবুক, ইউটিউব, টিকটক ও এক্স (পূর্বতন টুইটার)-এর ক্ষেত্রেও অনুরূপ কনটেন্ট অপসারণে পদক্ষেপ নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ঢাকার একটি আদালত টেলিগ্রামে পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ, অ্যাডমিন ও অর্থ লেনদেনে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ওই আদেশের সূত্রে বিটিআরসি এ পদক্ষেপ নেয়।গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফেসবুক ও টেলিগ্রাম অ্যাপে তরুণীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও বিক্রি ও ছড়ানোর নেটওয়ার্ক গড়ে উঠেছে। এসব চ্যানেলে স্কুল–কলেজ পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন পেশার নারীদের ভিডিও দিয়ে প্রতারণা ও অর্থ আদায় করা হয়।বিটিআরসি বলছে, সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ই কার্তিক ১৪৩২,১২ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝