দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সাইন্সল্যাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সাইন্সল্যাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন
তাজাখবর২৪.কম,ঢাকা: রাজধানীতে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় থানা পুলিশের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত সদস্যরা যুক্ত হন।এ সময় মিরপুর সড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের একটি দল সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। অপরদিকে সাইন্সল্যাব মোড় থেকে সিটি কলেজ শিক্ষার্থীদেরও সরিয়ে কলেজে নিয়ে যাওয়া হয়।
এর আগে, আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়।এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। পুলিশের উপস্থিতিতে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ কারণে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে যানবাহনসহ বিভিন্ন স্থাপনা।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল, ১৪৪৬