১৫ মার্চ হরিরামপুরে সৈয়দ লোকমান হাকিম দরবেশ (র.) এর ৪৬ তম বার্ষিক চেহ্'লাম অনুষ্ঠিতব্য
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:৫৫ পিএম | অনলাইন সংস্করণ

১৫ মার্চ হরিরামপুরে সৈয়দ লোকমান হাকিম দরবেশ (র.) এর ৪৬ তম বার্ষিক চেহ্'লাম অনুষ্ঠিতব্য
দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: পরম দয়ালু পরম দয়াময় সর্বশক্তিমান মহান আল্লাহ্ পাক যাহাকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় শুকরিয়া আদায় করুন। শুকুর,সবুর, ধৈর্য। " চোঁখ কান খোলা রাখুন, দেখবেন, শুনবেন বলবেন না, ভালো কাজ করুন, সুন্দর চিন্তা করুন আল্লা বাজানের পবিত্র উক্তিটি সামনে রেখে প্রদীপ্ত মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা দরবার -এ-লোকমানিয়া ঝিটকা দরবার শরীফের মহান মহাপুরুষ অলীকুল শিরোমনি কুতুবে রব্বানি ইনছানে কামেল সাহেবে মোকাম্মেল নূরুল আহাদ (আল্লা বাজান) হযরত গাউসুল আযম শাহান শাহ্ সৈয়দ লোকমান হাকিম দরবেশ (র.) শাইয়্যেন আল্লাহ্ এর ৪৬ তম বার্ষিক চেহ্'লাম ২০২৫ খ্রিষ্টাব্দের ১৫ মার্চ রোজ শনিবার, ১৪৩১ বাংলা সনের ১ লা চৈত্র অনুষ্ঠিতব্য। চেহ্'লাম অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্ত, এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের উপস্থিত কামনা করছেন দরবার -এ-লোকমানিয়া (আওলাদে পাক) সাজ্জাদানশীন, সৈয়দ আক্তার হোসেন ও সৈয়দ রইস উদ্দিন।
তাজাখবর২৪.কম,ঢাকা:বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১,১২ রমজান, ১৪৪৬
পরম দয়ালু পরম দয়াময় সর্বশক্তিমান মহান আল্লাহ্ পাক যাহাকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় শুকরিয়া আদায় করুন। শুকুর,সবুর, ধৈর্য। " চোঁখ কান খোলা রাখুন, দেখবেন, শুনবেন বলবেন না, ভালো কাজ করুন, সুন্দর চিন্তা করুন আল্লা বাজানের পবিত্র উক্তিটি সামনে রেখে প্রদীপ্ত মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা দরবার -এ-লোকমানিয়া ঝিটকা দরবার শরীফের মহান মহাপুরুষ অলীকুল শিরোমনি কুতুবে রব্বানি ইনছানে কামেল সাহেবে মোকাম্মেল নূরুল আহাদ (আল্লা বাজান) হযরত গাউসুল আযম শাহান শাহ্ সৈয়দ লোকমান হাকিম দরবেশ (র.) শাইয়্যেন আল্লাহ্ এর ৪৬ তম বার্ষিক চেহ্'লাম ২০২৫ খ্রিষ্টাব্দের ১৫ মার্চ রোজ শনিবার, ১৪৩১ বাংলা সনের ১ লা চৈত্র অনুষ্ঠিতব্য। চেহ্'লাম অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্ত, এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের উপস্থিত কামনা করছেন দরবার -এ-লোকমানিয়া (আওলাদে পাক) সাজ্জাদানশীন, সৈয়দ আক্তার হোসেন ও সৈয়দ রইস উদ্দিন।
তাজাখবর২৪.কম,ঢাকা:বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১,১২ রমজান, ১৪৪৬