বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

নাটোরে ছাত্রকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৩:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
নাটোরে ছাত্রকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন

নাটোরে ছাত্রকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন

তাজাখবর২৪.কম,নাটোর: নাটোরের বড়াইগ্রামে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই শিক্ষকের নাম আব্দুর রহিম কালু (২৭)। বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ ঘোষণা করেন।গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের।সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম কালু (২৭) নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পর আসামি আব্দুর রহিম ছাত্রকে মাদরাসার কাজ আছে বলে তার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদরাসায় নিয়ে যায়। মাদরাসায় নিয়ে গিয়ে ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। এরপর ওই ছাত্রকে তার বাড়িতে আসামি নামিয়ে দিয়ে চলে যায়। এ সময় ওই ছাত্র বাড়িতে গিয়ে কান্না করে তার বাবার কাছে সব ঘটনা খুলে বলে। পরে ছাত্রকে চিকিৎসার জন্য তার বাবা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ২১ মে শিশুটির বাবা মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল কাদের বলেন, দীর্ঘ ৪ বছর মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি চলে। আজ আদালত আসামি আব্দুর রহিম কালুর উপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নিদের্শ দেন আদালত।

তাজাখবর২৪.কম,ঢাকা:বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭শে ফাল্গুন ১৪৩১,১১ রমজান, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝