শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

শেরপুরে বোনকে হত্যার অভিযোগে ভাই গ্রেফতার
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৮:০১ পিএম | অনলাইন সংস্করণ
শেরপুরে বোনকে হত্যার অভিযোগে ভাই গ্রেফতার

শেরপুরে বোনকে হত্যার অভিযোগে ভাই গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল,তাজাখবর২৪.কম,ঝিনাইগাতী: শেরপুরের সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে মানসিক ভারসাম্যহীন তালাকপ্রাপ্ত ছোট বোন জ্যোতি বেগম (২৭)কে হত্যার অভিযোগে আপন বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনিকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার (১০জানুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ওরফে জনি একি গ্রামের রেজাউল করিম ওরফে বাবুলের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, সদর উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে আপন বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনি স্বামী তালাকপ্রাপ্ত মানসিক ভারসাম্যহীন ছোট বোন জ্যোতি বেগমকে পিটিয়ে মারাক্তক ভাবে আহত করে। এই অবস্থায় আহত জ্যোতি বেগম শনিবার (১১জানুয়ারি) সকাল ১১টার দিকে মারা যায়। 

খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে  দুপুরে ঘটনাস্থলে গিয়ে জ্যোতির লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেইসাথে ঘাতক বড় ভাই জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করে থানায় নিয়ে যায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম  এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করার পাশাপাশি একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১,১০ রজব, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝