শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

দেশের মানুষের চাওয়া বদলে গেছে: সাংস্কৃতিক উপদেষ্টা
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১০:৫৮ এএম | অনলাইন সংস্করণ
দেশের মানুষের চাওয়া বদলে গেছে: সাংস্কৃতিক উপদেষ্টা

দেশের মানুষের চাওয়া বদলে গেছে: সাংস্কৃতিক উপদেষ্টা

মোহাম্মদ খোরশেদ হেলালী, তাজাখবর২৪.কম, কক্সবাজার:‘ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে  তারা দেশের মানুষের চাহিদা বুঝে গেছে। দেশের মানুষের চাওয়া বদলে গেছে। এই বদলে যাওয়ার চাওয়াকে মেটানোর লক্ষে সামনে  রাজনৈতিক দলগুলোকে সেই ভাবে করতে  হবে।’শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা বলেন, ৩৬ জুলাই যখন পুলিশ ছিল না, তখন দেশের মানুষ নিজেরা নিজেদের পাড়া  মহল্লা নিজেরা  পাহারা দিয়েছে। মুসলিমের ছেলেরা ও মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়েছে, একে অপরের পাশে দাঁড়িয়েছে। এটি ছিল সাংস্কৃতিক পরীক্ষা।একটা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে  বারবার সাধারণ মানুষ কে  পরীক্ষা দিতে হচ্ছে। সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একই পরীক্ষায় অন্তর্বর্তী সরকার উত্তীর্ণও হবে। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে বই মেলার শুভ  উদ্বোধন করেন উপদেষ্টা।

আয়োজকরা জানান, মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাসহ সরকারি প্রকাশনী সংস্থা ও স্থানীয় প্রকাশনী সংস্থার ৭৮ স্টল অংশ নিয়েছে।এছাড়া বই মেলায় বই পরিচিতি, মোড়ক উন্মোচন, বই পোকার আড্ডা, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, মিডিয়াসহ বিভিন্ন কর্নার স্থাপন করা হয়েছে।মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯ পর্যন্ত উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১,১০ রজব, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝