শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে জেলের জালে ধরা পড়ল ২শ কেজির পাখি মাছ
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৯:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে জেলের জালে ধরা পড়ল ২শ কেজির পাখি মাছ

কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে জেলের জালে ধরা পড়ল ২শ কেজির পাখি মাছ

মোহাম্মদ খোরশেদ হেলালী, তাজাখবর২৪.কম, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ উপকূলের গভীর সাগরে জেলের জালে ধরা পড়েছে ২০০ কেজি ওজনের একটি বিশাল পাখি মাছ। খবর পেয়ে মাছটি দেখতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও ভিড় লেগে যায়।ট্রলার থেকে নামানোর সময় মাছটি ৭-৮ জন জেলে কাঁধে নিয়ে মিছিল সহকারে নিয়ে আসে শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে। সেই সময়ে দাম হাঁকানো হয় ৪৫ হাজার টাকা।ট্রলারের মালিক মোহাম্মদ রফিক জানান, শুক্রবার দুপুরে শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে বিক্রির জন্য মাছটি নিয়ে আসে জেলেরা। এই এলাকায় পাখি মাছের চাহিদা তেমন না থাকায় বিক্রি করা হলো মাত্র ১৫ হাজার টাকায়। এসময় বিশাল মাছটি এক নজর দেখতে ভিড় জমায় শত শত মানুষ।  

ট্রলারের মাঝি জিয়াবুল হক বলেন জানান, দুইদিন আগে এফবি রফিক নামের একটি ট্রলার নিয়ে ১৫ জেলেসহ গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাই। পরে বৃহস্পতিবার সেন্টমার্টিন সংলগ্ন মৌলভীরশীল এলাকায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল পাখি মাছটি ধরা পড়ে। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে তাদের বেগ পেতে হয়েছে। তবে এ মাছের চাহিদা না থাকায় দাম কম পেয়েছেন। এ কারণে তিনি হতাশা প্রকাশ করেন।

মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম বলেন, আমার জীবনে এত বড় পাখি মাছ দেখিনি। আমাদের এদিকে এই মাছ তেমন পাওয়া যায়না। গভীর সাগরে এ মাছের দেখা মেলে। টেকনাফ এলাকায় এসব মাছের তেমন চাহিদা না থাকায় খুব কম দামে বিক্রি হয়েছে। ট্রলার মালিকের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা দাম হাঁকানো হয়। পরে মাছ ব্যবসায়ী সুলতান আহমদ ১৫ হাজারে কিনে নিয়েছেন। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই মাছটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। এর ওজন পাঁচ মণের বেশিও হয়ে থাকে । সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না। মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে এই মাছ খেতে খুব সুস্বাদু।

তাজাখবর২৪.কম,ঢাকা:শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১,০৯ রজব, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝