শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

কক্সবাজার কণ্ঠ এখন গণমানুষের কন্ঠ : প্রতিনিধি সভায় বক্তারা
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১০:৩১ এএম | অনলাইন সংস্করণ
কক্সবাজার কণ্ঠ এখন গণমানুষের কন্ঠ : প্রতিনিধি সভায় বক্তারা

কক্সবাজার কণ্ঠ এখন গণমানুষের কন্ঠ : প্রতিনিধি সভায় বক্তারা

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম, কক্সবাজার: দেশের প্রধান অনলাইন গণমাধ্যমগুলো মফস্বলের সাধারণ সংবাদকে গুরু দেয় না। কিন্তু দেশ-বিদেশে অবস্থানরত মানুষের কাছে নিজ এলাকার একজন সাধারণ মানুষের স্বাভার্বিক মৃত্যুর সংবাদও গুরুত্বপূর্ণ। যা স্থানীয় অনলাইন পোর্টালগুলো প্রকাশ করে। জেলা শহরের অনলাইন পোর্টাল কক্সবাজার কণ্ঠ সেই চাহিদা পূর্ণ করে হয়ে উঠেছে গণমানুষের কন্ঠ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে শহরের এক অভিজাত হোটেলের হল রুমে কক্সবাজার কণ্ঠ এর প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন। কক্সবাজার কন্ঠ’র প্রকাশক ও সম্পাদক জসিম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভা সঞ্চালনা করেন সহ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।তিনি বলেন, পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহায়তা প্রয়োজন। কারণ সকলের সমন্বয়ে যেকোনো কাজ সহজে করা যায়। মানুষের সেবার মাধ্যমে পত্রিকাকে প্রচার ও প্রসার করে এগিয়ে নিতে হবে। সংবাদের অবশ্যই বস্তুনিষ্ঠতা থাকতে হবে।

পত্রিকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কক্সবাজার কন্ঠর উপদেষ্টা সম্পাদক সাইফুর রহিম শাহীন, সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি এমআর মাহাবুব, নিবার্হী ইসহাক হোসাইন, বিশেষ প্রতিনিধি আব্দুল মতিন চৌধুরী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের বাংলা জেলা প্রতিনিধি খোরশেদ হেলালী, দি ফিনানশিয়াল এক্সপ্রেস জেলা প্রতিনিধি তাহজীবুল আনাম সহ আরও অনেকে। 

এ সময় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার কন্ঠের মালন্টিমিডিয়ার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধান প্রতিবেদক ইসমাঈল শাহ, নিজস্ব প্রতিবেদক যথাক্রমে কাইয়ূম উদ্দিন, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, মোহাম্মদ হোসাইন, আইসিটি ইনচার্জ কফিল উদ্দিন, লামা প্রতিনিধি মোহাম্মদ শামছুদ্দোহা, কক্সবাজার কন্ঠের মালন্টিমিডিয়ার প্রতিনিধি সৌরভ আজাদ প্রমুখ। উক্ত প্রতিনিধি সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্প্রতি কক্সবাজার কন্ঠ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দক্ষিণ চট্টগ্রামের একমাত্র নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল হিসেবে স্থানও পেয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১,০৯ রজব, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝