শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের উখিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু, আহত ২ জন
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৯:০৯ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারের উখিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু, আহত ২ জন

কক্সবাজারের উখিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু, আহত ২ জন

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মালবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কুতুপালং আমগাছতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ  মাহাবুল কবির।নিহত ব্যক্তি হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের মৃত অবনী দে’র ছেলে লিকু মানকিন (৩০)। তিনি সুইজারল্যান্ডভিত্তিক এনজিও ‘টেরেস ডি হোমস’ (টিডিএস) এনজিওতে কর্মরত ছিলেন।

পুলিশ কর্মকর্তা মাহাবুল কবির স্থানীয়দের বরাতে জানান, মানকিন স্ত্রী-সন্তান সহ মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। উঁচু রাস্তা দিয়ে উঠার সময় ওভারলোড মালবাহী একটি ট্রাক ব্রেক ফেল করে পিছনে থাকা চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে স্ত্রী-সন্তান পড়ে গেলেও চাপা পড়ে যায় মানকিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

তাজাখবর২৪.কম,ঢাকা:বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১,০৮ রজব, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝