শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের মহেশখালীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৪:৫১ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারের মহেশখালীতে  গৃহবধূকে  ধর্ষণের অভিযোগ

কক্সবাজারের মহেশখালীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম, কক্সবাজার:  কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূকে ধর্ষণের  অভিযোগ উঠেছে। এছাড়া নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।  বুধবার (৮ জানুয়ারি) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ন্যাক্ঘকার জনক ঘটনায় রিদুয়ান টিপু নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কায়সার হামিদ। 

ধর্শণের স্বীকার উক্ত   নারী বলেন, আমার স্বামী চিকিৎসার কাজে চট্টগ্রাম শহরে আছেন। সেদিন রাতে বাড়িতে আমি ও আমার ননদ প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ৩টার দিকে আমার বাড়ির জানালা ভেঙে কয়েকজন সন্ত্রাসী ঘরে প্রবেশ করে। এরপর তারা আমার কাছে আলমালির চাবি চাইলে দিতে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে তারা চাবি নিয়ে আলমারির ভেতর থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।ভূক্তভোগী ওই নারীর ননদ বলেন, আমার ভাবীকে শারীরিকভাবে নির্যাতন চালানোর পর বাসায় জমানো টাকা লুট করেছে একদল মুখোশধারী সন্ত্রাসী।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আলী জানান, ডাকাতির উদ্দেশ্যে একদল সন্ত্রাসী আমার এক আত্নীয়কে ধর্ষণ করেছে । আমি বিষয়টি জেনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছি এবং প্রশাসনে খবর দিয়েছি।মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক মুহাম্মদ রায়হান জানান, ওই গৃহবধূকে ধর্ষণের আলামত পেয়েছি। তার চিকিৎসা চলছে। মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, ধর্ষণের বিষয়টি জানার পর  আমরা ঘটনাস্থল পরিদর্শন করি । এঘটনায় উত্তর নলবিলা এলাকার রিদুয়ান টিপু নামের এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনী তৎপরতা চলমান রয়েছে। 

তাজাখবর২৪.কম,ঢাকা:বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১,০৮ রজব, ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝