প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১০:১২ পিএম | অনলাইন সংস্করণ
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কক্সবাজার সরকারি কলেজের লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লোগো ঠিক রেখে শুধুমাত্র নৌকা সরিয়ে এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই, খাতা ঠিক রেখে বইয়ের উপর যুক্ত করা হয়েছে কলম। বুধবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।
বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়।অধ্যক্ষ জানান, ২০১৮ সালে দুইটি মোমবাতি ছিলো মাঝখানে। সেটি পরিবর্তন করে নৌকা আনা হয়। তবে বিষয়গুলো অগোছালোভাবে ছিলো বলে জানান তিনি।
কক্সবাজার সরকারি কলেজের সাবেক ছাত্র ফরিদুল আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে কলেজের লোগোতে পরিবর্তন আনতে বলে আসছিলাম । কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক দলের প্রতীক থাকতে পারে না।আরেক শিক্ষার্থী মোহাম্মদ নোমান বলেন, এতদিন কলেজটি একটি রাজনৈতিক দলের কাছে জিম্মি ছিল। এখন আস্তে আস্তে প্রভাবমুক্ত হচ্ছে। এটি আমাদের জন্যে অত্যন্ত খুশির খবর।
কলেজ সুত্রে পাওয়া মনোগ্রামের বিবরণ: ২১টি তারা (একুশে ফেব্রুয়রি-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়); কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ); পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত- ২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান); বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক); উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)।
তাজাখবর২৪.কম,ঢাকা:বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১,২৬ রবিউস সানি, ১৪৪৬