শনিবার ২ নভেম্বর ২০২৪

চকরিয়ায় কোডেকের কৃষি প্রশিক্ষণ ও চারা বিতরণ সম্পন্ন
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮:১৪ পিএম | অনলাইন সংস্করণ
চকরিয়ায় কোডেকের কৃষি প্রশিক্ষণ ও চারা বিতরণ সম্পন্ন

চকরিয়ায় কোডেকের কৃষি প্রশিক্ষণ ও চারা বিতরণ সম্পন্ন

এইচ এম রুহুল কাদের,তাজাখবর২৪.কম,চকরিয়া: উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় স্বনামধন্য জাতীয় পর্যায়ের বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় বসতবাড়িতে সবজি চাষ প্রশিক্ষণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ই অক্টোবর) চকরিয়ার সাহারবিল ইউনিয়নের কোরালখালি পূর্বপাড়ায় কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগীদের কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন কৃষি উপকরণ, সবজির বীজ, জৈব সার, বৃক্ষের চারা ইত্যাদি বিতরণ করা হয়।  

এতে চকরিয়া উপজেলার কোনাখালি ইউনিয়নের ৯ জন নারী এবং সাহারবিল ইউনিয়নের ১২ জনসহ সর্বমোট ২১ জন নারী অংশগ্রহণকারী উপস্তিত ছিলেন। প্রশিক্ষণে হাতে-কলমে সবজির বেড তৈরীর পদ্ধতি শিখানো হয়। এতে চকরিয়া উপজেলা কৃষি অফিসার এস. এম নাছির হোসেন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ ও বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এর কৃষিবিদ মোঃ সোহেল রানা, গ্রীন বিজনেস অফিসার এবং সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার কহিনুর আক্তার।

তাজাখবর২৪.কম,ঢাকা:মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১,২৫ রবিউস সানি, ১৪৪৬ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝