গত (২৮ অক্টোবর) সোমবার সকাল ১০টায় ফুলবাড়ী সুজাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুলবাড়ী উপজেলা জামায়েতের আমির মওলা হাবিবুর রহমান এর সভাপতিত্বে গনসমাবেশে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন দক্ষিন দিনাজপুর জেলা আমির মওলানা আনোয়ারু ইসলাম।
এসময় বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ জেলা নায়েবে আমির ড. মোঃ এনামুল হক মহাদ্দেস, দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আমির মোঃ আনোয়ার ইসলাম, জামায়াতের জেলা কর্ম পরিষদের সদস্য সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল কাদির বাবু । এসময় ফুলবাড়ী পৌরসভার আমির ডাঃ জাকারিয়া হাসান, পৌর টিমের সদস্য ও ওয়ার্ড সভাপতি সৈয়দ সিরাজুল হক রিপনসহ উপজেলা ৭টি ইউনিয়ন আমিরগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলা আমির মওলানা আনোয়ারুল ইসলাম ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১,২৪ রবিউস সানি, ১৪৪৬