রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার থেকে বৈঠক শুরু প্রধান উপদেষ্টার
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:১৬ পিএম | অনলাইন সংস্করণ
তাজাখবর২৪.কম,ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে শনিবার (৫ অক্টোবর) থেকে।এতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, শনিবার (৫ অক্টোবর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।এ সময় খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি স্থিতিশীল আছে বলেও জানান তিনি।
তাজাখবর২৪.কম:ঢাকা বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১,২৮ রবিউল আউয়াল, ১৪৪৬