মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪

রায়হান রাফীর সিনেমায় জিৎ, মুখ খুললেন নির্মাতা
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:১০ পিএম | অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফী। সম্প্রতি এমন গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে সিনেমাপাড়ায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রাফী।ভারতীয় গণমাধ্যম রাফী আনন্দবাজার অনলাইন এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও সিনেমা তৈরির ইচ্ছে আছে। জিৎদা ওপার বাংলার সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।

সিনেমার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, সিনেমার প্রসঙ্গে যা বলার তা প্রযোজনা সংস্থা বলবে। এ প্রসঙ্গে উঠে এসেছে দুই প্রযোজনা সংস্থার নাম। গুঞ্জন— ওপার বাংলার প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মসের সঙ্গে যুক্ত হতে পারে এপার বাংলার জাজ মাল্টিমিডিয়া।রাফীর আগামী সিনেমায় থাকছেন জিৎ। একই সঙ্গে সহ-অভিনেতা হিসাবে উঠে এসেছে চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর নাম। শোনা যাচ্ছে, চঞ্চল চৌধুরীর দিকেই নাকি পাল্লা ভারি। তবে জিতের বিপরীতে এপার বাংলার নায়িকা থাকবেন নাকি ওপার বাংলার, তা এখনও জানা যায়নি।

তাজাখবর২৪.কম:ঢাকা বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১,২৮ রবিউল আউয়াল, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝