মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪

ফুটবলার থেকে ক্লাবের মালিক হয়েছেন যারা
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৫ এএম | অনলাইন সংস্করণ
রোনালদো নাজারিও এবং ডেভিড বেকহাম।

রোনালদো নাজারিও এবং ডেভিড বেকহাম।

তাজাখবর২৪.কম,খেলা ডেস্ক: ফুটবলার থেকে ক্লাবের মালিক, বর্তমানে এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। ফুটবলারদের হাতে এখন প্রচুর অর্থ। যে কারণে নানা ধরণের ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বিভিন্ন ফুটবলাররা। লিওনেল মেসি থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদো, প্রত্যেকেই কোনও না কোন ব্যবসা পরিচালনা করেন। এর মধ্যে আবার কেউ কেউ হয়েছেন ফুটবল ক্লাবের মালিক।

ব্রাজিলের রোনালদো নাজারিও, ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম এবং ইব্রাহিমোবিচের রয়েছে নিজস্ব ক্লাব। তারা অবশ্য এখন সাবেক ফুটবলার। তবে বর্তমান ফুটবলারদের মধ্যে ক্লাবের মালিক হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।গত জুলাইয়ে ক্লাবের মালিকানায় নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের সেকেন্ড ডিভিশনের ক্লাব কাঁয়ের ৮০ শতাংশ মালিকানা নিজের করে নিয়েছেন তিনি। এর ফলে ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্লাব মালিকের তালিকাতেও নিজের নাম লেখান এমবাপ্পে। 
  
২০১৩ সালে মোনাকোর একাডেমিতে যোগ দেয়ার আগে কাঁয়ে নাম লেখানোর কথা ছিল এমবাপ্পের। তার পরিবারও তাই চেয়েছিল। তবে ক্লাবটি লিগ আঁ থেকে নিজের স্তরে নেমে যাওয়ায় সেখানে আর খেলা হয়নি তার। শেষ পর্যন্ত নাম লেখান মোনাকোতে। ব্রাজিলের রোনালদো নাজারিওকে বলা হয় সর্বকালের সেরা স্ট্রাইকার। তিনি ক্লাব মালিকানায় আসেন ২০১৮ সালে। সে সময় স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের ৫১ শতাংশ মালিকানা কিনে নেন তিনি। 
 
বর্তমানে লা লিগায় থাকলেও ৮ ম্যাচ শেষে তাদের অবস্থান ১৯ নম্বরে। তবে একসময় দুটি ক্লাবের মালিক ছিলেন রোনালদো নাজারিও। ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোরর মালিকও ছিলেন তিনি। যদিও এ বছর ক্লাবটির মালিকানা বিক্রি করে দিয়েছেন ব্রাজিলের এই সাবেক ফুটবলার। 
 
২০১৮ সালে ইন্টার মায়ামির শেয়ার কেনেন ডেভিড বেকহাম। বর্তমানে আরও দুজনের সঙ্গে ক্লাবটির মালিকানা ভাগাভাগি করেছেন তিনি। শুরুতে অবশ্য খুব একটা আলোচনায় ছিল না যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের এই ক্লাবটি। কিন্তু গত বছর ক্লাবটিতে লিওনেল মেসি যোগ দেয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।বার্সেলোনায় খেলার সময়ই অ্যান্ডোরাকে কেনার সিদ্ধান্ত নেন জেরার্দ পিকে। বর্তমানে স্প্যানিশ চ্যাম্পিয়নশিপের তৃতীয় বিভাগে খেলছে অ্যান্ডোরা। 
 
২০১৯ সালে খেলোয়াড় থাকা অবস্থাতেই ক্লাবের মালিক হন ইব্রাহিমোভিচ। সে সময় সুইডেনের প্রথম বিভাগের ক্লাব হামারবির ২৩.৫ শতাংশ মালিকানা কিনে নেন তিনি। ইব্রাহিমোভিচ বলেছিলেন, ‘আমি হামারবিকে স্ক্যান্ডিনেভিয়ার সেরা ক্লাব হতে সাহায্য করবো।’ তিনি মালিকানা নেয়ার পর সুইডিশ লিগে ধারাবাহিকভাবে ভাল করছে ক্লাবটি। 
 
আইভরি কোস্টের ফুটবলার দিদিয়ের দ্রগবা তার ক্যারিয়ার শেষ করেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ফিনিক্স রাইজিংয়ে। ২০১৭-১৮ মৌসুমে এই ক্লাবে খেলেই ফুটবলকে বিদায় বলেছিলেন তিনি। এরপর ক্লাবটির মালিকের তালিকাতেও নাম লেখান দ্রগবা। বর্তমানে মাঠে ও মাঠের বাইরে ক্লাবটিকে বড় করে তোলার কাজ করে যাচ্ছেন তিনি।

তাজাখবর২৪.কম:ঢাকা সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১,২৬  রবিউল আউয়াল, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝