মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪

মাদক মুক্ত করার লক্ষে গোবিন্দগঞ্জক মাদকবিরোধী মানববন্ধন
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৬ পিএম | অনলাইন সংস্করণ
মাদক মুক্ত করার লক্ষে গোবিন্দগঞ্জক মাদকবিরোধী মানববন্ধন

মাদক মুক্ত করার লক্ষে গোবিন্দগঞ্জক মাদকবিরোধী মানববন্ধন

তাজুল ইসলাম,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জকে মাদক মুক্ত করার লক্ষে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ মাদকবিরোধী আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সবশ্রেণি পেশার মানুষ অংশ নেয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম তারেক গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির সভাপতি মতিন মোল্লা ডা: জাফরিন জাহেদ জিতি,সেনাবাহিনীর অব: সার্জন ফাসিঁতলা বক্সিং ক্লাবের সভাপতি মো. রাশেদ রায়হান, সরকারি কলেজের প্রভাষক রাশেদ মিয়া, শিক্ষক  আকমল আকন্দ, মাকসুদ রহমান প্রমুখ। মানববন্ধনে সঞ্চালনা করেন তারেক রহমান। মাদক নির্মুলের শপথ বাক্য পাঠ করারন সাব্বির সুম্মান। 

বক্তারা বলেন,এলাকায় মাদকের ভয়াবহ থাবায় প্রতিনিয়ত সমাজের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সকলকে জরুরীভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে মাদক নির্মুল করার আহবান জানান। শুধু তাই নয়, আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে নিরাপদ, সুস্থও উন্নত সমাজ গড়ে তুলতে যারা মাদকের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে মাদক কারবারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ও মাদক নির্মুলের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন,সমাজ থেকে মাদক নির্মুল করার জন্য শহর, গ্রাম ও ইউনিয়নে মাদক নিয়ন্ত্রন কমিটিও গঠন করা হবে।

তাজাখবর২৪.কম:ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১,২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝