তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধানমন্ডির শুক্রাবাদ এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন: টোটন (৩৫), নিপা (৩০) ও শিশু বায়জিদ (৩)।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে আনা হয়েছে।
দগ্ধদের মধ্যে টোটন ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ ও শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ হয়।দগ্ধ টোটন বলেন, ‘শিশুর জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। এতে আমরা তিনজন দগ্ধ হই। এরপর প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’