মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪

ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৭ পিএম | অনলাইন সংস্করণ
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি: সংগৃহীত

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন দেশটির ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি একথা বলেন।ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।মানিক সাহা বলেন, বাংলাদেশের জনগণকে তাদের স্বাধীনতায় ভারতের অবদান মনে রাখা উচিত।
 
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন,
বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম, বাংলাদেশে ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি.. এটা নিশ্চিতভাবেই একদিনে পরিস্থিতির উন্নতি ঘটবে না। ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না। তাদের বোঝা উচিত। আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা তাদের ভুলে যাওয়া উচিত নয়।বাংলাদেশের উদ্দেশে মানিক সাহা আরও বলেন, ‘আমি বারবার মনে করিয়ে দিতে চাই, মনে রাখবেন, ত্রিপুরার জনগণ কীভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি... বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না।’
 
এর আগে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক বিষয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় না ভারত।বাংলাদেশের পরিস্থিতি এখন কিছুটা অন্যরকম উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘গত এক দশকে ভারত এমন কিছু প্রকল্পে কাজ করেছে যা উভয় দেশের জন্যই মঙ্গলজনক। সার্বিকভাবে অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে।’
 
তাজাখবর২৪.কম:ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১,২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝