তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠী নতুন রানি পেয়েছে। মাওরি রাজা তুহেইশিয়ার শেষকৃত্যানুষ্ঠানে বাবার স্থলাভিষিক্ত হন নতুন রানি এনগা। নতুন রানির স্থলাভিষিক্ত হওয়াকে ‘পরিবর্তনের নতুন প্রতীক’ বলে মনে করছেন মাওরি জনগোষ্ঠীর সদস্যরা।গেল শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠীর রাজা তুহেইশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজার শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষবিদায় জানানো হয় তাকে।
একইদিন নতুন রানি এনগা ওয়াই হোনো ই তে পো পাকি’র নাম ঘোষণা করা হয়। মাত্র ২৭ বছর বয়সে বাবার স্থলাভিষিক্ত হলেন এনগা ওয়াই হোনো ই তে পো পাকি।তবে রাজার দুই বড় সন্তান থাকা সত্ত্বেও সর্বকনিষ্ঠ কন্যা রানি হওয়ায় অনেকটা বিস্মিত হয়েছেন মাওরি সদস্যরা। রাজা অসুস্থ থাকাকালে তার দুই ছেলে বিভিন্ন দায়িত্ব পালন করেন। রাজার উত্তরসূরি হিসেবে রাজার ছেলেদের বাদ দিয়ে মেয়েকে রানি হিসেবে নিযুক্ত করা হতে পারে তা কেউ কল্পনাও করেননি।
ঐতিহ্যগত প্রথা ভেঙে নতুন রানিকে বেছে নিয়েছেন মাওরি প্রধানদের কাউন্সিল। তবে এ ধরনের সিদ্ধান্তকে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তাই নতুন রানিকে স্বাগত জানিয়েছেন তারা।কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তিগতভাবে বিশ্বের বিভিন্ন দেশের মতো নিউজিল্যান্ডও এগিয়ে থাকতে চায়। যদিও এখনো নানা চ্যালেঞ্জের মুখে মাওরিসহ দেশটির আদিবাসী সম্প্রদায়। আবার মাওরিদের নেতৃত্বে থাকা বেশিরভাগই বয়োজেষ্ঠ্য। এমন পরিস্থিতিতে মাওরিরা নেতৃত্বের আসনে নতুন ও তরুণ প্রজন্মের কাউকেই আশা করছিলেন বলে জানা গেছে।
তাজাখবর২৪.কম: ঢাকা শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১,০২ রবিউল আউয়াল, ১৪৪৬