গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা দখলের অভিযোগ, যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা দখল, লুটপাট ও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।এছাড়া মাদ্রাসার অধ্যক্ষকে প্রাণনাশে হুমকির অভিযোগও পাওয়া গেছে।সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে একদল অস্ত্রধারী সন্ত্রাসী মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে দখল ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে । এছাড়া অধ্যক্ষকে মাদ্রাসায় প্রবেশ করতেও নিষেধ করেছেন দুর্বৃত্তরা।
এই অবস্থায় আইনী প্রতিকার ও নিরাপত্তা চেয়ে রামু থানায় এজাহার দায়ের করেছেন গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।এজাহারে তিনি উল্লেখ করেছেন - গর্জনিয়া মাঝিরকাটা এলাকার বাসিন্দা নুর আহমেদের ছেলে আব্দুল হামিদ, সিকদার পাড়ার নাজের চৌধুরীর ছেলে মুহিবুল্লাহ জিল্লু ও ফকির কাটা এলাকার ওসমানের ছেলে আরাফাতসহ আরও অন্তত ২০-৩০ জন মিলেমিশে মাদ্রাসা দখল ও লুটপাট চালিয়েছে।
অভিযোগকারী অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান- এসব সন্ত্রাসীরা বর্তমান দেশের পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে মাদ্রাসা দখলে নিয়েছেন। আমাকে প্রাণ নাশের হুমকিও দিয়েছে তারা। আমি অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারা আমাকে মাদ্রাসায় প্রবেশ করতে নিষেধ করেছে। দেশে প্রশাসনের নিস্ক্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে এসব সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।
সাইফুল ইসলাম আরও জানান- আমার ধারণা রামুর সাবেক এমপি ও উপজেলা প্রশাসনের আস্কারায় অস্ত্রধারী সন্ত্রাসীরা মাদ্রাসা দখলে সাহস পেয়েছেন। আমি যৌথ বাহিনীর অভিযানে মাদ্রাসা দখলমুক্ত করার দাবি জানাচ্ছি।এমতাবস্থায় সন্ত্রাসীদের কবল থেকে মাদ্রাসা দখলমুক্ত করতে সরকারের প্রধান উপদেষ্টা, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।
তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১, ৩০ সফর, ১৪৪৬