শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত সেই চবি শিক্ষার্থীর মৃত্যু
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ।

তাজাখবর২৪.কম,ঢাকা: বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশের মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালেই চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।এর আগে ২৭ আগস্ট সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ত্রাণবাহী ট্রাকে নোয়াখালী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন ফাহিম আহমেদ।

ফাহিম আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে মুন্সিপাড়ার রাজমিস্ত্রী আক্কাস আলীর ছেলে।ফাহিমের পারিবারিক সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফাহিম সক্রিয় ভূমিকা পালন করেছে। ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা ছাত্রবান্ধন কমিটির সভাপতি ছিলেন।

জানা যায়, বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। গত ২৭ আগস্ট সোমবার দিবাগত রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালী সেনবাগের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে রওনা দেন শিক্ষার্থীরা। পথে মীরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের আসনে থাকা দুজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

আহতদের মধ্যে ফাহিম আহমেদ পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নেয়া হয় ঢাকা সিএমএইচ হাসপাতালে। আহত হওয়ার আট দিনের মাথায় আজ বুধবার সকাল সাড়ে ৭টার ঢাকা সিএমএইচ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাহিম।
 
 তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১, ৩০ সফর, ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝