দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: আওয়ামী যাহেলি লীগযুগে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বিএনপির কর্মী রিপন হোসেন লেবু হত্যার প্রধানখুনি মোস্ট ওয়ান্টেড হায়দার ও কিলিং মিশনে অংশ গ্রহণকারী উগ্রপন্হী জঙ্গি বাহিনীর ফাঁসি চায় সর্ব মহলের জনগণ। মরহুম লেবুর ভাই বাবু গণমাধ্যম কর্মীদের বলেন, আমরা এই জঙ্গি বাহিনীর ভয়ে এখনো পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগিতেছি।বায়রা ইউনিয়নসহ মানিকগঞ্জ জেলাবাসীকে নিরাপদ রাখতে লেবু হত্যার বিপথগামী আসামিদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানো হলে এলাকাতে স্বস্তি ফিরে আসবে এতথ্য জানান সমাজের বিশিষ্ট জনেরা।
কিলিং মিশনের আন্তঃজেলা প্রধান হায়দার ও কো-কিলিং সদস্য এবং আধিপত্য বিস্তার বহাল রাখতে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতায় নিরপরাধ বিএনপি'র কর্মী লেবুখুন হয়েছেন তাঁদেরও ফাঁসি চায় সকলশ্রেণি পেশার জনতা। সরেজমিন পরিদর্শনে জানা গেছে, সংসারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি লেবুর পরিবারের সদস্যরা রোগে, শোকে, অর্থাভাবে, কষ্টে জর্জরিত ,ক্ষুধায় কাতর; অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে জীবীকার তাগিদে জীবনের সাথে পাঞ্জা লড়ছে।স্থানীয়রা জানান সর্বগ্রাসী রক্তখেকো খুনি শেখ হাসিনার পদত্যাগের পর হায়দার বাহিনী একটু গা ঢাকা দিয়েছেন।তবে থেমে নেই তাঁদের লুটপাট,চুরি, ডাকাতি।বিভিন্ন স্থানে বিএনপি জামায়াত শিবির কর্মীদের ফাঁসাতে হায়দার বাহিনীর সদস্যরা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করছে।
তাজাখবর২৪.কম: ঢাকা রবিবার, ২৫ আগস্ট ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ২০ সফর, ১৪৪৬