বন্যার্তদের জন্য দুই মাসের আয়ের টাকা দিচ্ছেন সিয়াম
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন সিয়াম-অবন্তী দম্পতি। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তিনি অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামেন। কথা বলেন জোরগলায়। দেশের যে কোনো খারাপ পরিস্থিতিতে এগিয়ে আসতে দেখা যায় এই অভিনেতাকে। এবার বন্যার্তদের সহায়তায় ২ মাসের আয়ের টাকা দিয়ে দিচ্ছেন সিয়াম। পাশে রয়েছেন তার স্ত্রী অবন্তীও।
ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। যেসব অঞ্চল এখনও পানির নিচে তলিয়ে যায়নি, সেসব অঞ্চলও ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে প্রায় ৪ লাখের বেশি পরিবার পানিবন্দি ও ২৯ লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এক ভিডিও বার্তায় সিয়াম-অবন্তী দম্পতি কথা বলেছেন গতকাল শুক্রবার (২৩ আগস্ট), সেই ভিডিওতে সিয়াম বলেন, গতকাল এক ভিডিওতে দেখলাম এক ছোট বাবু তার জমানো ১৪,৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে।
আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের বিউটি। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা ডোনেট করছি। কিছু টাকা ইতোমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।সিয়াম আরও বলেন, ‘ডোনেশনের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন।
প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। আমি অভিনয় পেশায় জড়িত। এখানে অনেকে সামর্থবান রয়েছেন। তাদেরকে বলবো, প্লিজ আপনারা একটা অ্যামাউন্ট বন্যার্তদের ডোনেট করুন।সিয়াম জানান, তিনি ‘গিভ বাংলাদেশ’ স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে বন্যার্তদের পাশে আছেন। সংগঠনটি তার কাছে বিশ্বস্ত এবং পরিচিত।
ব্র্যান্ড প্রমোটার (ইনফ্লুয়েন্সার) হিসেবে কাজ করেন সিয়ামপত্মী অবন্তী। ভিডিও বার্তায় বলেন, ‘ভেবেছিলাম এ মাসে কাজ করবো না। কিন্তু পরে মনে হলো যদি কাজ করি তাহলে বন্যাদুর্গতদের হেল্প করবো। এ কারণে আমার এ মাসের ইনকাম দিয়ে দিচ্ছি। মানুষের পাশে দাঁড়ানোর সঙ্গে আমাদের পশুপাখিদের পাশেও থাকতে হবে।প্রধান উপদেষ্টা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন জানিয়ে প্রেস সচিব বলেন, ‘১০ জেলায় ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত।
তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০২৪, ৯ ভাদ্র ১৪৩১, ১৯ সফর, ১৪৪৬