সোমবার ২১ এপ্রিল ২০২৫

রানের পাহাড় গড়ে শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিং দিল পাকিস্তান
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
রানের পাহাড় গড়ে শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিং দিল পাকিস্তান

রানের পাহাড় গড়ে শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিং দিল পাকিস্তান

তাজাখবর২৪.কম, খেলার নিউজ ডেস্ক: গতকাল টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। দ্রুত ৩ উইকেট শিকার করে অধিনায়কের মুখে হাসিও ফুটিয়েছিলেন দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এরপর সাইম আইয়ুব ও সৌদ শাকিলের ব্যাটে পাকিস্তানের ঘুরে দাঁড়ানো। শেষ বিকেলে আইয়ুব ফিরে গেলেও শাকিল ছিলেন গলার কাঁটা হয়ে। দ্বিতীয় দিনে তার সঙ্গে জ্বলে উঠলেন মোহাম্মদ রিজওয়ানও। সারাদিন বোলিং করে বাংলাদেশের অর্জন দুটি উইকেট। শাকিল ও রিজওয়ানের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড়ে চড়েছে পাকিস্তান।
রানের পাহাড় গড়ে শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিং দিল পাকিস্তান

রাওয়ালপিণ্ডিতে বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান।শেষ বিকেলে ক্লান্ত বাংলাদেশকে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছে পাকিস্তান। উদ্দেশ্য দ্রুত উইকেট শিকার করে চাপে ফেলানো।

গতকাল ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান দিয়ে দিন শেষ করেছিল পাকিস্তান। দুই অপরাজিত ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ওপর দ্বিতীয় দিনে বাংলাদেশি বোলাররা কোনো প্রভাবই ফেলতে পারেননি। কোনো উইকেট না হারিয়েই লাঞ্চে যায় পাকিস্তান। পাকিস্তানের স্কোর তখন ৪ উইকেটে ২৫৬।


প্রথম সেশন শেষে ৮৯ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। দ্বিতীয় সেশনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন তিনি। সাকিব আল হাসানকে ডাউন দ্য উইকেটে এসে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন এই উইকেটকিপার। এর কিছুক্ষণ পর শাকিলও সেঞ্চুরি পূর্ণ করেন। মিরাজের ওভারে ডাবলস নিয়ে ১৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ২৮ বছর বয়সী।

এই জুটিতেই তিনশ রান পূর্ণ করে পাকিস্তান। ততক্ষণে এই জুটিতে যোগ হয়েছে ১৯২ রান। এই জুটি শেষ পর্যন্ত থেমেছে ২৪০ রান যোগ করে। মেহেদী হাসান মিরাজের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন সৌদ শাকিল। আউট হওয়ার আগে ৯ চারে ১৪১ রান করেন তিনি। দ্বিতীয় সেশনে ১ উইকেট হারিয়ে ১১১  রান সংগ্রহ করে পাকিস্তান।

সাকিব আল হাসানকে এই টেস্ট এখন পর্যন্ত হতাশাই উপহার দিয়েছে। অবশেষে শেষ বিকেলে এসে ধরা দেয় একমাত্র সাফল্য। নিজের ২৫তম ওভারে এসে পেয়েছেন একমাত্র সাফল্য। তার ঝুলিয়ে দেয়া বলে বড় শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজের হাতে ধরা পড়েন আগা সালমান। ৩৬ বলে ১৯ রান করে বিদায় নেন সালমান। পাকিস্তানের রান তখন ৩৯৮।

ক্রিজে নতুন আসা শাহিন আফ্রিদির সঙ্গে ৫০ রানের জুটি গড়েন রিজওয়ান। এগিয়ে যাচ্ছিলেন দ্বিশতকের দিকে। কিন্তু ২৯ রান দূরে থাকতেই ইনিংস ঘোষণা করেন শান মাসুদ। দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে চান তিনি।

রিজওয়ান ২৩৯ বলে ১১টি চার ও ৩টি ছয়ে ১৭১ রানে অপরাজিত থাকেন। শাহিন আফ্রিদি ২৪ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। এদিন দুই সেশনের বেশি বোলিং করে মাত্র ২ উইকেট শিকার করতে পেরেছে টাইগাররা।

তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১৭ সফর, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝