রোববার ২৬ জানুয়ারি ২০২৫

টপ এন্ড সিরিজের ফাইনালে বাংলাদেশ এইচপি
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
২১ রানে জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। পুরনো ছবি

২১ রানে জয় পেয়েছে বাংলাদেশ এইচপি। পুরনো ছবি

তাজাখবর২৪.কম,খেলার নিউজ ডেস্ক: খুব বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ এইচপি একাদশ। ডারউইনে ৬ উইকেটে স্কোর বোর্ডে মাত্র ১৩৮ রান তুলে বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতে গেছে তারা। টপ এন্ড সিরিজের সেমিফাইনালে নর্দার্ন টেরিটরিকে ১১৭ রানে আটকে দিয়ে আকবর আলী এন্ড কোং জয় পেয়েছে ২১ রানে।আরেক সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে ৩০ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। তাদের বিপক্ষে আজ দুপুর সাড়ে ১২টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।শুক্রবার পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন শামিম পাটোয়ারি। নর্দার্ন টেরিটরির বিপক্ষেও হাসল তার ব্যাট। ৪৪ রানের ইনিংসে ধীরগতিতে খেললেও আজ কিছুটা ব্যাট চালিয়ে খেলেছেন। ৩৪ বলে করেছেন ৪১ রান। তার ইনিংসটাই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।আফিফ হোসেন ২২, মাহফুজুর রহমান রাব্বি ২১, পারভেজ হোসেন ইমন ১৭ ও তানজিদ হাসান ১৬ রান করেন। টেরিটরির হয়ে ২ উইকেট নেন ম্যাট হ্যামন্ড। একটি করে উইকেট পান ডি’আর্কি শর্ট, ক্যালান ম্যালাডে, ল্যাচলান ব্যাংগস ও হামিশ মার্টিন।রান তাড়া করতে নেমে নর্দার্ন টেরিটরির ওপেনিং জুটি দাঁড়িয়ে পড়েছিল। বিস্ময় স্পিনার আলিস আল ইসলাম ৪১ রানে ভাঙেন তাদের উদ্বোধনী জুটি। ১৫ রান করে ফিরে যান শর্ট। দলীয় ৫৯ রানে তারা হারায় ২ উইকেট। সর্বোচ্চ ৩৪ রান করা জ্যাক ওয়েদেরাল্ডকে রাকিবুল হাসান ও জে ডিকম্যানকে রিপন মণ্ডল শিকারে পরিণ করেন।এরপর ম্যালাডে ছাড়া আর কেউ ক্রিজে দাঁড়ানোর সাহসটুকু পর্যন্ত দেখাতে পারেননি। ১১ বলে ১৯ রান করেন ম্যালাডে। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১১৭ রান করতে সক্ষম হয় তারা। রিপন ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট, রাকিবুলের শিকার ২। আবু হায়দার রনি নেন ১ উইকেট।যৌথভাবে রিপন এখন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। তার সমান ১৩ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটরির ইসাম রহমান। রাকিবুল ১১ উইকেট শিকার করে আছেন যৌথভাবে দুইয়ে।

তাজাখবর২৪.কম: ঢাকা রবিবার, ১৮ আগস্ট ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ১৩ সফর, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝