শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডেবি’
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
স্থানীয় সময় রোববার (৪ আগস্ট) রাতের মধ্যে ঘূর্ণিঝড় ডেবি’র প্রভাবে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশে ভারি বৃষ্টি এবং বন্যা দেখা দিতে পারে।

স্থানীয় সময় রোববার (৪ আগস্ট) রাতের মধ্যে ঘূর্ণিঝড় ডেবি’র প্রভাবে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশে ভারি বৃষ্টি এবং বন্যা দেখা দিতে পারে।

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: গ্রীষ্মমণ্ডলীয় একটি নিম্নচাপ স্থানীয় সময় শনিবার (৩ আগস্ট) কিউবার উত্তরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ডেবি’তে রূপ নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এটি মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার পথে হারিকেনেও রূপ নিতে পারে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস বলছে, বর্তমানে ঝড়টির কেন্দ্রে সর্বোচ্চ ৪০ মাইল (৬৫ কিলোমিটার) বেগে বাতাস বইছে।বার্তা সংস্থা এপি জানিয়েছে, ডেবি কি ওয়েস্ট, ফ্লোরিডা থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল এবং এটি ১৪ মাইল (২২ কিলোমিটার) বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এরইমধ্যে দক্ষিণ ফ্লোরিডা, কি ওয়েস্ট এবং বাহামাসহ একটি বিস্তৃত অঞ্চলে শুরু হয়েছে তীব্র বাতাস এবং বজ্রঝড়।স্থানীয় সময় রোববার (৪ আগস্ট) রাতের মধ্যে ডেবি’র প্রভাবে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশে ভারি বৃষ্টি এবং উপকূলীয় বন্যা দেখা দিতে পারে। পূর্বাভাস বলছে, সোমবার (৫ আগস্ট) এটি হারিকেন হিসেবে উপকূলে আঘাত হানতে পারে এবং উত্তর ফ্লোরিডা অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে যেতে পারে।আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ডেবির প্রভাবে আগামী সপ্তাহের শুরুতে উত্তর ফ্লোরিডা, জর্জিয়া  এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার আটলান্টিক উপকূলে ভারি বৃষ্টিপাত হতে পারে।হারিকেন বেরিল, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্তো এবং ক্রিসের পরে ডেবি হলো চলতি বছর আটলান্টিক হারিকেন মৌসুমের চতুর্থ ঝড়। সূত্র: এপি 
 
তাজাখবর২৪.কম: ঢাকা রবিবার, ৪ আগস্ট ২০২৪, ২০ শ্রাবণ ১৪৩১, ২৮ মহররম, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝