কর্মসূচি প্রত্যাহার করা হয়নি, প্রেস রিলিজটি ভুয়া: আওয়ামী লীগ
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
তাজাখবর২৪.কম,ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কোনো কর্মসূচি প্রত্যাহার করেনি বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত যে সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি গুজব বলে জানানো হয়েছে।সারা দেশের পাড়া মহল্লায় রোববার (৪ আগস্ট) প্রতিবাদ মিছিল এবং সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক র্যালি করার কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। শনিবার (৩ আগস্ট) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তবে রাতে আওয়ামী লীগ সব কর্মসূচি প্রত্যাহার করেছে বলে একটি প্রেস রিলিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ঢাকাবাসীর নিরাপত্তাজনিত কারণে ৪ আগস্ট এর বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের গৃহীত কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হলো। নেতাকর্মীদের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে অনুরোধ করা হলো।এই প্রেস রিলিজের বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, বাংলাদেশ আওয়ামী লীগের দফতর বিভাগ থেকে কোনো প্রকার প্রেস রিলিজ ইস্যু করা হয়নি। এই প্রেস রিলিজটি ভুয়া। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মসূচি প্রত্যাহার করা হয়নি বলে জানান তিনি।
তাজাখবর২৪.কম: ঢাকা রবিবার, ৪ আগস্ট ২০২৪, ২০ শ্রাবণ ১৪৩১, ২৮ মহররম, ১৪৪৬