রাজধানীর যেসব এলাকায় শুক্রবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
শুক্রবার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন স্থানে ৯ ঘণ্টা গ্যাস থাকবে না।
তাজাখবর২৪.কম,ঢাকা: গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য শুক্রবার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন স্থানে ৯ ঘণ্টা গ্যাস থাকবে না।বৃহস্পতিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এতে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে
তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪, ১৭ শ্রাবণ ১৪৩১, ২৫ মহররম, ১৪৪৬