সোমবার ২১ এপ্রিল ২০২৫

উত্তাল সাগর হারিয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র তীরের ঝাউবন
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
উত্তাল সাগর  হারিয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র তীরের ঝাউবন

উত্তাল সাগর হারিয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র তীরের ঝাউবন

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র তীরের ঝাউ বাগান। ভারি বৃষ্টি, লঘুচাপ ও ভরা পূর্ণিমার জোয়ার অব্যাহত থাকায় সমুদ্র তীরের ভাঙন বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বিলীন হয়ে যাচ্ছে শতশত ঝাউগাছ।বুধবার  (৩১ জুলাই) সকালে লাবনী বীচ পয়েন্ট থেকে নাজিরারটেক সমুদ্র মোহনা পর্যন্ত ঘুরে দেখা যায় সাগরের ঢেউ জিওব্যাগ ডিঙিয়ে সরাসরি সমুদ্র তীরের ঝাউগাছে আঘাত হানছে। এতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে সরকারি - বেসরকারি অসংখ্য স্থাপনা।স্থানীয়রা জানান- টানা বৃষ্টিপাত, পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের কারণে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কূলে আঁচড়ে পড়া ঢেউ সজোরে আঘাত করছে জিও ব্যাগে। এসব জিওব্যাগ ক্ষতিগ্রস্ত হয়ে সমুদ্রের পানি সরাসরি ঝাউগাছে গিয়ে পড়ছে। ফলে মাটি নরম হয়ে নুইয়ে পড়ে ভেঙ্গে যাচ্ছে শতশত ঝাউগাছ। এখন এই কারণে হুমকির মুখে পড়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বালিয়াড়িতে লাগোয়া ছোট-বড় অসংখ্য স্থাপনা। দ্রুত সময়ের মধ্যে এই স্থানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না গেলে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।কবি নিলয় রফিক বলেন -  কিছুদিন ধরে টানা বৃষ্টি তার উপর সাগরে সতর্কতা সংকেত,তাই সমুদ্রে জোয়ারের পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। যার কারণে সাগরের পাড় ভেঙ্গে ঝাউ গাছগুলো পড়ে যাচ্ছে। 

ট্যুরিস্ট পুলিশের সীমানা প্রাচীর ধরে হাটতে হাটতে দেখেছি অসংখ্য ঝাউগাছ পড়ে আছে। প্রতি বছর বর্ষা মৌসুম আসলে এমন অবস্থা সৃষ্টি হয়। তবে এবারের মতো  বেশি ক্ষতি আগে দেখা যায়নি। পানি উন্নয়ন বোর্ড তীরের ভাঙন টেকাতে সমুদ্রের বালিয়াড়িতে জিওব্যাগ দিয়েও ঝাউগাছ রক্ষা করতে পারছেন না।কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরওয়ার আলম জানান - জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। যার কারণে জোয়ারের পানি ধাক্কায় নাজিরারটেক, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্টসহ বেশ কয়েক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে প্রায় ২'শ বড় এবং ১৪'শ ছোট ঝাউ চারা  উপড়ে গেছে। ভাঙন রোধে গাইড ওয়াল ও টেকসই নবায়ন করলে ভাঙন রোধ হতে পারে।কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিথুন ওয়াদ্দাদার জানান- আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে সমুদ্র সৈকতে ৬০০ মিটার ভাঙন নোটিশ করেছি৷ সমুদ্র তীর ভাঙন প্রতিরোধে নাজিরারটেক থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত ৬ কিলোমিটার এলাকাজুড়ে শিগগিরই অত্যাধুনিক ফ্লাড ওয়াল ও ব্লক নির্মাণ করা হবে। এ কাজ সম্পন্ন হলে রক্ষা পাবে ঝাউ বাগান।বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২-৭৩ সালে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ৫৮৫ হেক্টর জমিতে লাগানো হয় ১৪ লাখের বেশি ঝাউগাছ। ইতোমধ্যে সাগরের ঢেউয়ে বিলীন হয়ে গেছে অসংখ্য ঝাউগাছ। 

তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ৩১ জুলাই ২০২৪, ১৬ শ্রাবণ ১৪৩১, ২৪ মহররম, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝