প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
অসহায় পরিবারের মাঝে ত্রাণ তুলে দিচ্ছে সেনাবাহিনী।
তাজাখবর২৪.কম,নারায়ণগঞ্জ: কোটা আন্দোলন ঘিরে দুষ্কৃতিকারিদের হামলা, আগুন সন্ত্রাস, তাণ্ডব ও ধ্বংসযজ্ঞের কারণে নারায়ণগঞ্জে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জে পাওয়ার স্টেশন খেলার মাঠে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তা দেয়া হয়।এ সময় সেনাবাহিনীর-৭ ফিন্ড রেজিমেন্ট আর্টিনারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতিকুর রহমান খান দুই শতাধিক অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বাবদ বিভিন্ন খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করেন।দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় গত ২০ জুলাই থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সীমিত পরিসরে অসহায় ও দুস্থ মানুষদের চিকিৎসাসেবাসহ ত্রাণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী।সেই উদ্দেশ্য বাস্তবায়নে নারায়ণগঞ্জে মঙ্গলবার থেকে তাদের সেবা কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এই সহায়তা দেয়া হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪, ১৫ শ্রাবণ ১৪৩১, ২৩ মহররম, ১৪৪৬