শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বিনা খরচে জর্ডান গেলেন ৪৮ নারী কর্মী
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
বিনা খরচে জর্ডান গেলেন ৪৮ নারী কর্মী

বিনা খরচে জর্ডান গেলেন ৪৮ নারী কর্মী

তাজাখবর২৪.কম,ঢাকা: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪৮ নারী কর্মী জর্ডান গিয়েছেন। তবে তাদের কাউকে গুণতে হয়নি এক পয়সাও। নেই বিদেশ পৌঁছে কর্মহীন থাকার ভয়ও।তবে বিদেশগামী এসব নারীকর্মীদের উদ্দেশ্যে করে বৈধ উপায়ে টাকা পাঠানোর আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।তিনি বলেন,বিদেশে দেশের মান মর্যাদা বৃদ্ধি করবেন। অনেকে অনেক ধরনের প্রলোভন দেখাবে, অবৈধ পথে টাকা পাঠানোর জন্য, কিন্তু অবৈধ পথে টাকা পাঠাবেন না।দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন ৪৮ নারী। সবার হাতে সাদা রঙের ফুল। অপেক্ষা করছিলেন জর্ডানগামী ফ্লাইটের। বিদেশ যাওয়ার অর্থ জোগাড় করতে যখন অনেককে খোয়াতে হয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, তখন বিনা খরচেই জর্ডান যাচ্ছেন এসব নারীরা।বিমানবন্দরে জর্ডানগামী নারীরা জানান, সম্পূর্ণ বিনা খরচে বোয়েসেলের সহযোগিতায় আমরা জর্ডানের যেতে পারছি।২০১০ সাল থেকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল'র মাধ্যমে বিভিন্ন সময় বিনা খরচে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন অনেকে। তারই ধারাবাহিকতায় এবার আত্মনির্ভরশীল হওয়ার যাত্রায় পাড়ি জমালেন এসব নারীরা।যোগত্যা ও দক্ষতার ভিত্তিতে যাচাই-বাছাই; এরপর কয়েক ধাপের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে তাদের। সোমবার ফ্লাইটের যাত্রা শুরুর আগে তাদের বিদায় জানাতে আয়োজন করা হয় অনুষ্ঠান। এ সময় দেয়া বক্তব্যে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।গত ১৪ বছরে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ লাখ ১৩ হাজার কর্মীর।
 
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪, ১৫ শ্রাবণ ১৪৩১, ২৩ মহররম, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝