তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় এই তারকারা বিশ্বজুড়ে পরিচিত। তবে অবাক করা বিষয় হলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেদের দূরে রাখেন। কারণ এই সব মাধ্যমের বিষয়গুলো তারা একদমই পছন্দ করেন না।
রেখা: বলিউডের চির তরুণ অভিনেত্রী রেখা। তাকে আজও নায়িকারূপে মানিয়েই যাবে। তবে তিনি চর্চায় থাকতে একেবারেই পছন্দ করেন না। নিজের মতো সময় কাটাতে চান। তাইতো সোশ্যাল মিডিয়ায় তিনি সরব থাকেন না কখনই।
রানি মুখার্জি: অবসরে মেয়ে আদিরার সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন রানি মুখার্জি। তাই সোশ্যাল মিডিয়ায় একেবারেই এই অভিনেত্রীকে দেখা যায় না বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে।
আমির খান: মিস্টার পারফেকশনিস্ট আমির খান সোশ্যাল মিডিয়াকে অবসর যাপনের বিকল্প বলে একেবারেই মনে করেন না। এক সাক্ষাৎকারে তিনি জানান, কাজের ফাঁকে বই পড়েন তিনি। এমনকী পরিবারের সঙ্গে ছুটির মেজাজেও মাঝেমধ্যেই দেখা যায় তাকে।
সাইফ আলি খান: বলিউডের নবাব সাইফ আলি খান সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নন। সম্প্রতি, মুম্বাই সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার একটি গোপন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। যেটা তিনি মাঝেমধ্যে ব্যবহার করেন।
রণবীর কাপুর: বলিউড হার্টথ্রব অভিনেতা হাজারো নারীর ক্রাশ রণবীর কাপুরও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। সোশ্যাল মিডিয়াকে একপ্রকার সময় নষ্টের মূল কারণ হিসেবে মনে করেন অভিনেতা।
তাজাখবর২৪.কম: ঢাকা রবিবার, ২৮ জুলাই ২০২৪, ১৩ শ্রাবণ ১৪৩১, ২১ মহররম, ১৪৪৬