রোববার ১৫ ডিসেম্বর ২০২৪

কারফিউ কতদিন চলবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
কারফিউ কতদিন চলবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কারফিউ কতদিন চলবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

তাজাখবর২৪.কম,ঢাকা: 
জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার (২৪ জুলাই) কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় নিহত তিন পুলিশ ও একজন আনসার সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।নিহত প্রত্যেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকা নগদ ও ৮ লাখ টাকার সঞ্চয়পত্র এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী।কারফিউ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আপনারাই যখন বলবেন, আমরা স্বস্তি অনুভব করছি, তখনই কারফিউ প্রত্যাহার করা হবে।নিহতদের স্বজনদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা কখনও একা অনুভব করবেন না। সরকার আপনাদের পাশে আছে, দেশ আছে। আপনাদের যে কোনো সহযোগিতার জন্য সরকার প্রস্তুত। আমি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের সাক্ষাৎ করিয়ে দেয়ার চেষ্টা করব।’কোটা সংস্কার আন্দোলন ঘিরে কতজন মারা গেছেন জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘জনসাধারণ কতজন মারা গেছেন, তার কোনো হিসাব আমাদের কাছে নেই। কোনো থানায় এ-সংক্রান্ত কোনো মামলাও হয়নি। পুলিশ তথ্য সংগ্রহ করছে, পরে এ বিষয়ে বলা যাবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাত্রদের কোটা আন্দোলন একটা সহিংস আন্দোলনে পরিণত হয়েছিল। আমাদের পুলিশ, বিজিবি, আনসারসহ সব বাহিনী ধৈর্যের সঙ্গে এ আন্দোলন মোকাবিলা করেছে। এ আন্দোলনে আমরা বর্বরতা দেখেছি।অপরাধীদের একে একে চিহ্নিত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই কারফিউ দিয়েছি। এই জঙ্গি উত্থান ও সন্ত্রাসীদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছি। আগামী ৩-৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছি।আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়া হয়েছে উল্লেখ করে স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি পুলিশকে টার্গেট করে তারা হামলা চালিয়েছে। পুলিশ সদস্যকে মেরে ফাঁসি দিয়ে গাছে টাঙিয়ে রেখেছে। এ চিত্র আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন, বাংলা ভাই যে জঙ্গিবাদের উত্থান করেছিল, এই জামায়াত-বিএনপিও একই কাজ করেছে।’
তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১, ১৭  মহররম  ১৪৪৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝