প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
তাজাখবর২৪.কম,ঢাকা:অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব শিক্ষার্থী হল ছেড়েছেন। বর্তমানে শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ অবস্থানে রয়েছে বলে জানা গেছে।কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিনে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে গোটা ক্যাম্পাসে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যদের দেখা যায়।জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং হলগুলোর প্রভোস্টকে সঙ্গে নিয়ে হলে হলে গিয়ে শিক্ষার্থীদের বের করে দেয়া হয়। সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীশূন্য হয়ে যায় হলগুলো।এর আগে বুধবার (১৭ জুলাই) শাবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪, ৩ শ্রাবণ ১৪৩১, ১১ মহররম ১৪৪৬