প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
বাকিদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সংগৃহীত ফাইল ছবি
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপকূলে তেলের ট্যাংকার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ নাবিকদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (১৭ জুলাই) দিনভর উদ্ধার অভিযানে ৮ ভারতীয়সহ ৯ জন নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী।সোমবার (১৫ জুলাই) কমোরসের-পতাকাবাহী একটি তেল ট্যাংকার ওমানের বন্দরনগরী দুকমের কাছে রাস মাদরাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুবে যায়। এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাওয়ার সময় ট্যাংকারটি এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে থাকা ১৩ ভারতীয়সহ ১৬ নাবিক নিখোঁজ হন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনার পর নাবিকদের উদ্ধারে পাঠানো হয় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তেগকে। তবে প্রতিকূল পরিবেশের মধ্যে উদ্ধারকাজ চালাতেও প্রবল সমস্যার মুখে পড়েন ভারতীয় নৌবাহিনীর সদস্যরা।ওই এলাকাটিতে সমুদ্র অত্যন্ত উত্তাল। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এ অবস্থাতেই ডুবে যাওয়া নাবিকদের খোঁজ শুরু হয় বুধবার সকাল থেকে। রাতে জানানো হয় ৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। তাদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার এক নাবিক। বাকিরা সবাই ভারতীয়।এখনও সমুদ্রে তলিয়ে যাওয়া ৭ নাবিকের খোঁজ মেলেনি। তাদের মধ্যে রয়েছেন ৫ জন ভারতীয়। তাদের খোঁজে চলছে তল্লাশি।শিপিং ওয়েবসাইট মেরিনট্র্যাফিক.কম-এর মতে, ডুবে যাওয়া তেল ট্যাংকারটি ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল। ১১৭ মিটার দীর্ঘ এ তেল ট্যাংকারটি ২০০৭ সালে নির্মিত। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এমনকি, সমুদ্রে তেল পড়েছে কি না তাও জানা যায়নি।
তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪, ৩ শ্রাবণ ১৪৩১, ১১ মহররম ১৪৪৬