তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলে একটি বাস গভীর খাদে পড়ে কমপেক্ষ ২৬ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৪ জন।দেশটির হাইওয়ে নিরাপত্তা কর্মকর্তা জনি ভালদেররামার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে পেরুর দক্ষিণাঞ্চলে একটি বাস গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আহত হয়েছেন আরও ১৪জন।দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ২১ ও ২০ জন আহতের কথা জানানো হলেও পরে তা সংশোধন করে যথাক্রমে ২৬ ও ১৪ বলে জানানো হয়।প্রতিবেদনে আরও বলা হয়, ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি রাজধানী লিমা থেকে আয়াকুচোর আন্দিয়ান অঞ্চলের দিকে যাচ্ছিল। পথে এটি প্রায় ২০০ মিটার (৬৫৬ ফুট) উঁচু পাহাড় থেকে নিচে খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকারী দলগুলো দুর্গম এলাকায় ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।জুয়ান আইকুইপা নামের এক যাত্রী আরপিপি রেডিওকে বলেন, ‘আমরা জানি না আমার ভাই হাসপাতালে আছে নাকি মারা গেছে। সব রাস্তাই গর্তে ভরা।গত বছর, দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৮৭ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনায় ৩১শ জনেরও বেশি প্রাণহানির তথ্য নিবন্ধিত করা হয়েছে। গত মে মাসে একই সড়কে একই ধরনের বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছিল।
তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ১৭ জুলাই ২০২৪, ২ শ্রাবণ ১৪৩১, ১০ মহররম ১৪৪৬